× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ /শাইনপুকুরের চমক

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পাঁচ রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গতকাল কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৬ উইকেটে জয় কুড়ায় তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে ২৩২/৯ সংগ্রহ নিয়ে শেষ হয় কলাবাগানের ইনিংস। জবাবে ৩৯ বল হাতে রেখে টার্গেট পার করে শাইনপুকুর। ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য নিয়ে ম্যাচসেরার পুরস্কার কুড়ান শাইনপুকুর অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। মিরপুরে ইনিংসের শুরুতে স্বস্তি ছিল না কলাবাগানের। ৮.৩তম ওভারে দলীয় ১৮ রানে তৃতীয় উইকেট খোয়ায় কলাবাগান। দুই ওপেনার মুমিন শাহরিয়ার ও জসিমুদ্দিন করেন ১ ও ২ রান।
আর ওয়ানডাউন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল সাজঘরে ফেরেন রানের খাতা না খুলেই। ২১.৫তম ওভারে তাইবুর রহমানের বিদায়ে কলাবাগানের সংগ্রহ দাঁড়ায় ৬৪/৪-এ। পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটিতে ইনিংস সামাল দেন পাকিস্তানি ব্যাটসম্যান আকবর উর রহমান ও মাহমুদুল হাসান। উভয়েই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। শেষের দিকে আবুল হাসান রাজুর মারকুটে ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় কলাবাগান। ৯ নম্বরে ব্যাট হাতে ২৭ বলে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলেন রাজু। শাইনপুকুরের বল হাতে ৯ ওভারের স্পেলে ৩৪ রানে তিন উইকেট নেন অফস্পিনার শুভাগত হোম। ৯ ওভারের স্পেলে ৩৩ রানে দুই উইকেট পান নাঈম ইসলাম জুনিয়র। আর বাঁহাতি স্পিনার  পেসার মোহাম্মদ সাঈফুদ্দিন ১০ ওভারের স্পেলে ৪৫ রানে নেন এক উইকেট। জবাবে শুরুতে ধাক্কা খায় শাইনপুকুর। স্কোর বোর্ডে কোনো রান জমা না করেই সাজঘরে ফেরেন শাইনপুকুর ওপেনার সাব্বির হোসেন। তবে অনূর্ধ্ব-১৯ দুই তারকা আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের জোড়া অর্ধশতকে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। চলতি ঢাকা লীগে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো শাইনপুকুর। আসরে সমান ৬ পয়েন্ট সংগ্রহ আরো চার দলের।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান-শাইনপুকুর
টস: শাইনপুকুর, ফিল্ডিং
কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভার ২৩২/৯ (আকবর ৭১, মাহমুদুল ৫২, রাজু ৪৭*, তাইবুর ২২, শুভাগত ৩/৩৪, নাঈম (জু.) ২/৩৩, সুজন ২/৩৫, সাইফুদ্দিন ১/৪৫)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪২.৩ ওভার; ২৩৩/৪ (আফিফ ৬৭*, তৌহিদ ৬৩, শাদমান ৩৭, উদয় ৩৪, শুভাগত ৩০*, রাজু ১/২৯, মাহমুদুল ১/৩০, সঞ্জিত ১/৪২, শাহাদাত ১/৫০।
ফল: শাইনপুকুর ৬ উই. জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর