× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শেষ হয়েছে প্রায় দুই মাস। এই সময়ের মধ্যে পেশদার লীগের চূড়ান্ত পয়েন্ট টেবিল দিতে পারছে না পেশাদার লীগ কমিটি। তাদের দাবি শেখ রাসেল ও মোহামেডানের পয়েন্ট কর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তারা পয়েন্ট টেবিল ঘোষণা করতে পারছে না। শেষ হয়নি পাতানো ম্যাচের তদন্তও। একারণে লীগ শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ নির্ধারিত হলেও বাকিদলগুলোর অবস্থান পরিষ্কার করা যাচ্ছে না।
বিদেশি কোচ ও ফুটবলারকে বকেয়া বেতন না দেয়ায় মোহামেডান ও শেখ রাসেলের অর্জিত পয়েন্ট থেকে তিন পয়েন্ট কাটার নির্দেশ দেয় ফিফা। মোহামেডান তাদের নাইজেরিয়ান কোচ এমেকার বেতনসহ জরিমানার ২২ হাজার ডলার ফিফার মাধ্যমে পরিশোধ করেছে। শেখ রাসেলও তাদের সার্বিয়ান ফুটবলারের বকেয়া সাড়ে চার হাজার ডলার দিয়ে দিয়েছে এরই মধ্যে।
দুটি ক্লাবই তাদের বকেয়া পরিশোধের  পর পয়েন্ট কর্তন থেকে বিরত রাখার অনুরোধ করে। বাফুফের মাধ্যমেই ফিফার কাছে আবেদন করে ক্লাব দুটি। দেড়-দুই মাস আগে এই আবেদন করা হলেও এখনো ফিফার কাছ থেকে নির্দেশনা আসেনি। একারণেই বাফুফের পেশাদার লীগ কমিটি বাংলাদেশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিল চূড়ান্ত করতে পারছে না বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফিফার পরবর্তী ডিসিপ্লিনারি কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি। লীগ শেষে ২২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে মোহামেডান। সমান ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ২৭। পয়েন্ট টেবিল চূড়ান্তে আছে লীগের পাতানো খেলার বিষয়ও। লীগের দুটি ম্যাচ ঘিরে তদন্ত চালাচ্ছে বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। শেখ জামাল ও ফরাশগঞ্জ এবং রহমতগঞ্জ ও সাইফ স্পোর্টিংয়ের লীগ ম্যাচই তাদের তদন্তাধীন। এই দুই ম্যাচের ফলাফল সমঝোতার ভিত্তিতে হয়েছে- এটা প্রমাণিত হলে পয়েন্ট কাটা হতে পারে তাদের। তখনই পরিবর্তন আসবে পয়েন্ট টেবিলে। ইতিমধ্যে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি তিনদিন আগে ফরাশগঞ্জের এক ফুটবলার রহমতগঞ্জের তিন ফুটবলারের সাক্ষাৎকার নিয়েছে। আরো কয়েকজনকে জেরা করবে তারা। লীগের এই ম্যাচগুলো ছাড়া স্বাধীনতা কাপের শেখ জামাল ও রহমতগঞ্জ ম্যাচও কমিটি তদন্ত করছে। পাতানো ম্যাচের তদন্তের ব্যাপারে সোহাগ বলেন, তিনটি ম্যাচকে ঘিরেই তদন্ত চলছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে এ বিষয়টির সুরাহা করতে পারবো আমরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর