× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম ‘জোড়া সেঞ্চুরি’ মাহিদ-অশোকের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

এবারের ঢাকা লীগের প্রথম জোড়া সেঞ্চুরির কৃতিত্ব দেখালো খেলাঘর সমাজকল্যাণ সমিতি। আর এবারো খেলাঘরের জয়ের নায়ক অনূর্ধ্ব-১৯ তারকা মাহিদুল ইসলাম অঙ্কন। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী মাঠে  অগ্রণী ব্যাংকের বিপক্ষে ২৬০ রানের টার্গেটে সাত উইকেটে জয়ী হয় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ব্যাট হাতে হার না মানা সেঞ্চুরি হাঁকান খেলাঘরের দুই তারকা মাহিদুল ইসলাম অঙ্কন ও ভারতীয় রিক্রুট অশোক মানেরিয়া। টস জিতে ব্যাটিং বেছে নেন অগ্রণী ব্যাংক অধিনায়ক আবদুর রাজ্জাক। আর ২০-ঊর্ধ্ব রানের ইনিংস খেলেন অগ্রণী ব্যাংকের আট ব্যাটসম্যান। তবে ইনিংস টেনে নিতে ব্যর্থ হন প্রত্যেকেই। সর্বোচ্চ ৫৪ রান করেন সাত নম্বর ব্যাটসম্যান জুনাইদ জাভেদ।
ওপেনার সৌম্য সরকার ২৪ ও ওয়ানডাউন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস করেন ২৮ রান।  জবাবে শুরুতে স্বস্তি ছিল না খেলাঘরেরও।
৯.৩তম ওভারে দলীয় ৪০ রানে তৃতীয় উইকেট খোয়ায় খেলাঘর। তবে সেই শেষ। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়েন অঙ্কন-অশোক। চলতি ঢাকা লীগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির এটি দ্বিতীয় জয়। এর আগে শিরোপাধারী গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় দেখে তারা। ওই খেলায় ৮৫ রানের ইনিংস নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান অঙ্কনই। আসরে পাঁচ ম্যাচে অগ্রণী ব্যাংকের এটি তৃতীয় হার। ঢাকা লীগের পাঁচ রাউন্ডের খেলা শেষে ৩৩৭ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার এনামুল হক বিজয়। লিজেন্ডস অব রূপগঞ্জের আবদুল মজিদের ৩৩৩ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নুরুল হাসান সোহানের সংগ্রহ ৩১৪ রান। লিজেন্ডস অব রূপগঞ্জের দুই বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ও আসিফ হাসানের শিকার যথাক্রমে ১৫ ও ১৩ উইকেট। সমান ১২ উইকেট শিকার আবাহনীর পেস তারকা মাশরাফি বিন মুর্তজা ও মোহামেডানের কাজী অনিকের।

সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর-অগ্রণী ব্যাংক
টস: অগ্রণী ব্যাংক, ব্যাটিং
অগ্রণী ব্যাংক সিসি: ৫০ ওভার; ২৫৯/৯ (জাহিদ ৫৪, রাজ্জাক ৩০, নাফীস ২৯, রাহাতুল্লাহ ২৮, আজমির ২৫, সৌম্য ২৪, রবি ২/১৯, রাফসান ২/৩৫, মাসুম ২/৩০)।
খেলাঘর সমাজকল্যাণ সমিতি: ৪৭.৪ ওভার; ২৬১/৩ (অঙ্কন ১১৫*, অশোক ১১৩*, রাফসান ১৫, রবি ১০, শফিউল ৩/৩৩)।
ফল: খেলাঘর ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহিদুল ইসলাম অঙ্কন
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর