× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এবারের বইমেলায় ‘অটোম্যান সুলতান’

এক্সক্লুসিভ

ইমা ধর
২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার

আমি ইতিহাসের শিক্ষার্থী নই। তবে ইতিহাস নিয়ে জানার কৌতূহল ছোটবেলার অভ্যাস। যে কারণে সব সময় প্রতিবছর নতুন বইয়ের সন্ধান করতাম এই বইমেলার সময়ে। কেননা নতুন বই এ সময়কে কেন্দ্র করেই প্রকাশিত হয়। যদিও বইমেলায় যাওয়ার সুযোগ কম মিলে গত কয়েক বছর ধরে। কেননা বইমেলার সময়েই সেমিস্টার পরীক্ষা লেগেই থাকে। প্রতি বছরের মতো এ বছরও ভেবেছিলাম যাওয়া অসম্ভব হবে। তবে অবশেষে যাওয়ার সৌভাগ্য হলো।
আগেই বলেছিলাম ইতিহাস নিয়ে পড়া আমার ছোটবেলার অভ্যাস, সে কারণে বইমেলায় মূল লক্ষ্য ছিল ইতিহাসের বই খোঁজা। খুঁজতে গিয়ে চোখে পড়লো ‘অটোম্যান সুলতান ও সাম্রাজ্য’ বইটি। এ বইটি দেখে কৌতূহল লেগে গেলো। কেননা বইটিতে রয়েছে আমার অন্যতম প্রিয় টিভি সিরিজ ‘সুলতান সুলেইমান’ এবং বর্তমানে চলমান ‘সুলতান সুলেইমান: কোসেম’। এই সাম্রাজ্যের গঠন থেকে শেষ পর্যন্ত সেই সময়কার দীর্ঘ ৬০০ বছরের বিশেষ ঘটনাবলী লেখা হয়েছে। তাছাড়া রয়েছে সুলতান ও সুলতানদের জীবনীসহ বিশেষ অবদানের কথা। যার ধারাবাহিকতা বর্তমান যুগে বেশ কিছু ক্ষেত্রে আধুনিকায়ন হয়েছে। যেমনটা লাইফ স্টাইলে, তেমন বিজ্ঞান জগৎসহ বিভিন্ন খাদ্যাভাস এবং অন্যান্য। ‘অটোম্যান সুলতান ও সাম্রাজ্য’ বইটি লিখেছেন এম. সাফাক হোসেন। প্রকাশনা ‘পালক পাবলিশার্স বইমেলায় স্টল নং ২৮৩-২৮৫ সরওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। যদিও লেখক একজন নবীন লেখক তবুও বইমেলায় আনন্দ মেলে যখন বই কেনার সময় লেখক বা লেখিকার সঙ্গে দেখা হয় এবং কথোপকথন করা যায়। নবীন লেখক হিসেবে তার লেখার ধরন বেশ ভালো। ভাষাগুলোকে সহজভাবেই লিখেছেন এবং সেই সঙ্গে ঘটনার সঙ্গে মিল রেখে ছবি দিয়েছেন তৎকালীন সময়ের সংগৃহীত কিছু পেইন্টিংসহ, যাতে পাঠকদের আগ্রহ বজায় থাকতে পারে।
লেখক: কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর