× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

হঠাৎ বিদায়

প্রথম পাতা

মানবজমিন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার

কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন পদ্মশ্রী পদকে ভূষিত বলিউডের ‘রূপের রাণী’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে তার মৃত্যু হয়। ভাইপো মোহিত মারওয়াহর বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। পরিবারের সবাইকে নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দেন শ্রীদেবী। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের অন্যরা ভারতে চলে এলেও শ্রীদেবী, স্বামী বনি কাপুর, ছোটমেয়ে খুশিকে নিয়ে দুবাইতেই রয়ে যান। শুটিং শিডিউলের কারণে তার বড় মেয়ে জাহ্নবিও ফিরে আসেন ভারতে। মারাত্মক হার্ট এটাকে আক্রান্ত হয়ে মারা যান ৫৪ বছর বয়সী অভিনেত্রী শ্রীদেবী। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, চার দশকেরও বেশি সময় বলিউডে নিজেকে শক্তিধর একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন শ্রীদেবী। তার চোখের চাহনি, অভিনয় দক্ষতা, মায়াময় চেহারা সহজেই দর্শককে কাছে টানে। তিনি হয়ে ওঠেন বলিউড কিংবদন্তি। ১৯৭৮ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। এরপর অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে ‘হিম্মতওয়ালা’ ছবিতে অভিনয় করেন। এতেই চলে আসে তার বাণিজ্যিক সফলতা। এ সফলতার জন্য তাকে প্রথম ছবির পর পাঁচ বছর অপেক্ষা করতে হয়। হিন্দি ছবিতে শক্তিশালী অবস্থান তৈরি করে নেন। এরপর বক্স অফিস হিট করে তার অভিনীত ছবি ‘মাওয়ালী’ (১৯৮৩), ‘তোহফা’ (১৯৮৪), ‘চাঁদনি’ (১৯৮৯)। এছাড়া আলোচিত যেসব ছবিতে তিনি অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সাদমা’ (১৯৮৩), ‘চালবাজ’ (১৯৮৯), ‘লামহে’ (১৯৯১), ‘গুমরাহ’ (১৯৯৩) ও ‘জুদাই’(১৯৯৭)। শেষ উল্লেখ ছবিটিতে অভিনয়ের পর ১৫ বছর সিনেমা জগত থেকে দূরে ছিলেন শ্রীদেবী। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন তার নিকট-আত্মীয় অনীল কাপুর ও ঊর্মিলা মাতন্ডকর। ২০১২ সালে পরিচালক গৌরি শিন্দের ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছবির মাধ্যমেই আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন শ্রীদেবী। গত বছর তাকে দেখা যায় প্রতিশোধমূলক ছবি ‘মম’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও অক্ষয় খান্না। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা বলিউড সুপারস্টার, শাহরুখ খানের ছবি ‘জিরো’। এতে বিশেষ দৃশ্যে দেখা যাবে শ্রীদেবীকে। বলিউডে পা রাখার পর দক্ষিণ ভারতীয় ছবিতে শ্রীদেবী হয়ে ওঠেন রাতারাতি এক পরিচিত মুখ। ১৯৬৯ সালে তামিল ছবি ‘থুনাইবান’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তিনি সত্তরের দশকে তামিল ছবিতে অভিনয় শুরু করেন। এছাড়া তিনি অভিনয় করেছেন মালায়ালাম, তেলুগু ও কান্নাড়া ছবিতে। শ্রীদেবীর সংসার ছিল স্বামী বনি কাপুর, বড় মেয়ে জাহ্নবি কাপুুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে। এর মধ্যে জাহ্নবি কাপুুর এখন হিন্দি ছবিতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা অর্জুন কাপুরের সৎমা হিসেবে বনি কাপুরের ঘরে গিয়েছিলেন শ্রীদেবী। বনি কাপুরের প্রথম স্ত্রীর নাম মোনা। এদিকে জানা গেছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা ১১টায় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মুম্বইর জুহু অথবা সান্টা ক্রুজে এই  শেষকৃত্য হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে তা পরিবর্তিতও হতে পারে বলে জানা গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর