× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নব্বইয়ের দশকের গান নিয়ে কুমার বিশ্বজিৎ

বিনোদন

স্টাফ রিপোর্টার
১১ মার্চ ২০১৮, রবিবার

নব্বইয়ের দশকের শুরুতে কুমার বিশ্বজিৎ তার প্রকাশিত বিভিন্ন ক্যাসেটে এমন কিছু ভালো কথার এবং সুরের গান করেছিলেন যা অনেক গানের মাঝে প্রায় হারিয়েই গিয়েছিল। সেসব গানই নতুন করে শ্রোতা-দর্শকের সামনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন তিনি। অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘আমার যত গান’-এ তিনি এমন কয়েকটি গান শ্রোতা দর্শকের জন্য গাইবেন। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত গানগুলোর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে চ্যানেল আইয়ের স্টুডিওতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলরুবা সাথী। আগামী ১৮ই মার্চ এটি প্রচার হবে বলে অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল অনুষ্ঠানটির রেকর্ডিংয়ে কুমার বিশ্বজিতের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শহীদুল্লাহ ফরায়েজী ও লিটন অধিকারী রিন্টু। অনুষ্ঠানটিতে অংশ নেয়া প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, শুধু গানই যে গেয়েছি ‘আমার যত গান’ অনুষ্ঠানে এমনটি নয়, প্রতিটি গানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে স্মৃতিচারণ করেছি, গানের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি।
অনন্যা রুমাকে ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজনের জন্য। নব্বইয়ের দশকে আমার গাওয়া হারিয়ে যাওয়া কিছু গান গেয়েছি যা নতুন করে দর্শক শ্রোতারা শুনতে পাবেন। তবে কী সেই গান তা জানতে হলে অনুষ্ঠানটি দর্শককে দেখতে হবে। অবশ্যই চমক আছে। সেই চমকের অপেক্ষায় থাকতে হবে দর্শককে। এদিকে, আগামী ১৮ই মার্চ আইসিডিডিআরবি, ২২শে মার্চ ইস্টার্ন ব্যাংক, ২৩শে  মার্চ গাজীপুরের একটি স্কুলের ১০০ বছর অনুষ্ঠান, ২৪শে মার্চ চট্টগ্রামের একটি স্কুলের ১০০ বছরের অনুষ্ঠান এবং ২৬শে মার্চ চট্টগ্রামের বিজিএমই আয়োজিত ঢাকায় একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ। অন্যদিকে আসছে পহেলা বৈশাখে সোমেশ্বর অলির লেখা এবং আহমেদ হুমায়ূনের সুরে একটি বৈশাখের গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ। চেন্নাইতে গানটির কম্পোজিশনের কাজ চলছে। শিগগিরই গানটিতে কণ্ঠ দেবেন কুমার বিশ্বজিৎ। এছাড়া সম্প্রতি শহীদুল্লাহ ফরায়েজীর লেখা এবং কুমার বিশ্বজিতের সুরে বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী ‘কী আগুন জ্বালাইলি’ শীর্ষক একটি গান গেয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর