× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মধ্যপাড়া পাথর খনিতে ২২ কোটি টাকার পাথর বিক্রি

বাংলারজমিন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, রবিবার

পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) গত মাসে খনি থেকে উত্তোলিত ২২ কোটি টাকার পাথর বিক্রি করেছে। ফলে খনিটি এখন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে।
জানা যায়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনি ভূ-গর্ভে প্রায় ৩শ’ মিটার গভীরে অত্যাধুনিক ও বিশ্ব মানের মেশিনপত্র ও যন্ত্রাংশ স্থাপন করে গত ফেব্রুয়ারিতে তিন শিফটে প্রায় ৯০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে এবং দিন দিন পাথর উত্তোলনের পরিমাণ বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে ২৩ দিনে (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত) জিটিসি খনির অপারেশনাল কার্যক্রম চালিয়ে তিন শিফটে উক্ত পরিমাণ পাথর উত্তোলন করেছে। খনি কর্তৃপক্ষ উত্তোলিত প্রায় ৯০ হাজার মেট্রিক টন পাথর প্রায় ২২ কোটি টাকায় বিক্রি করে। এতে খনি কর্তৃপক্ষের লাভ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। বর্তমানে খনিকে নিয়ে আশার আলো দেখছেন খনি কর্তৃপক্ষ ও খনি এলাকাবাসী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর