× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওবায়দুল কাদেরের দিল্লি সফর এখনো চূড়ান্ত হয়নি

দেশ বিদেশ

কূটনৈতিক রিপোর্টার
১১ মার্চ ২০১৮, রবিবার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দিল্লি সফর এখনো চূড়ান্ত হয়নি। গত কয়েক মাস ধরে ওই সফর নিয়ে আলোচনা ও প্রস্তুতি চলছে। এ নিয়ে নানারকম রিপোর্টও ছাপা হচ্ছে। সর্বশেষ, ১০ই মার্চ দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তার দিল্লি যাওয়ার খবর চাউর হয়েছিল। কিন্তু আদতে তা হয়নি। নির্বাচনী বছরে সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র আলোচনা রয়েছে। দিল্লি সূত্র বলছে, ওবায়দুল কাদেরের ভারত সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি দু’দেশের রাজনৈতিক দল পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সফর।
এটি হবে শিগগির, তবে এখনই দিনক্ষণ বলা যাচ্ছে না। নির্বাচনের বছরে সফরটি হলেও এর সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের বিশেষ সম্পর্ক বা তাৎপর্য নেই। ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ জোটের অনেকের সঙ্গেই আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাক্ষাৎ-বৈঠক হবে। দিল্লি সূত্র এ-ও বলছে, আওয়ামী লীগ প্রতিনিধি দলের সফরটি একান্তই দলীয় সফর, এর সঙ্গে সরকারের কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের গভীর বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে এক কূটনীতিক বলেন, এটি খারাপ কিছু নয়। ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। ভারত সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য ভারত উন্মুক্ত। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লির নীতিতে জনগণের পর্যায়ে সম্পর্কই প্রাধান্য পায়, বিশেষ কোনো রাজনৈতিক দল নয়। তাই এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রয়েছে ভারতের।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর