× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

খালেদার মামলার নথি হাইকোর্টে

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৬ বছর আগে) মার্চ ১১, ২০১৮, রবিবার, ১২:৪৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। আজ বেলা ১২টা ৫৫ মিনিটে ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথিটি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় হাইকোর্টে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন। দুপুর ১টার দিকে এই নথি হাইকোর্টের ডেসপাচ শাখায় এসে পৌঁছায়। ওই শাখার কর্মকর্তা কে এন ফারুক হোসেন তা গ্রহণ করেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ডেসপাচ শাখা থেকে নথি যাবে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখায়। এখান থেকে তা পাঠানো হবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে। এর আগে সকালে খালেদার জামিন আদেশ দেয়ার কথা থাকলেও নথি এসে না পৌঁছানোর কারণে তা একদিন পেছানো হয়।
আগামীকাল দুপুর ২টায় জামিন আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেন আদালত।
২০শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।  নিম্ন আদালত থেকে মামলার নথি পাওয়ার পর জামিন বিষয়ে আদেশ দেয়ার কথা জানিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান।

[উৎপল/এফএম]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর