× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

অমিতাভের একটি কলমের দাম ৯ লাখ টাকারও বেশি

বিনোদন

বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০১৮, রবিবার

৯ লাখ টাকার চেয়েও বেশি দামি একটি কলম ব্যবহার করেন বিগ অমিতাভ বচ্চন। কলকাতার একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, শুক্রবার সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেন অমিতাভপতœী জয়া বচ্চন। সেখানে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি জানান, তার পরিবারের সম্পত্তির মোট পরিমাণ ১০০০ কোটি টাকা। ২০১২ সালে অমিতাভ এবং জয়ার বিষয় সম্পত্তি ৫০০ কোটি টাকা ছিল। মাত্র ছয় বছরের মধ্যে অর্থাৎ ২০১২ থেকে ২০১৮-এর মধ্যে বচ্চন দম্পতির সম্পত্তি দ্বিগুণ হয়েছে। এদিকে ৯ লাখ টাকারও বেশি দামের কলমের পাশাপাশি অমিতাভের রয়েছে ৩৬ কোটি টাকার গয়না। আর জয়ার কাছে গয়না আছে প্রায় ২৬ কোটি টাকার।
এছাড়া তাদের কাছে যতগুলি গাড়ি রয়েছে তার মিলিত দাম প্রায় ১৩ কোটি টাকা। মুম্বইয়ে ‘প্রতীক্ষা’, ‘জনক’, ‘জলসা’ নামে একাধিক বাংলোও রয়েছে  তাদের। এছাড়া নয়ডা, পুনে, আহমেদাবাদ, গান্ধীনগরেও তাদের একাধিক সম্পত্তি রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ জানিয়েছিলেন, ‘আমার মৃত্যুর পর, আমাদের সমস্ত সম্পত্তি দুই ছেলে-মেয়ের মধ্যে সমান ভাবে ভাগ হবে।’ প্রায় তিন দশক ধরে বলিউড কাঁপিয়েছেন অমিতাভ। আজও বি-টাউনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর দাপট কিছু কম নয়। তাই তার ব্যক্তিগত জীবন এমনকী, বিষয় সম্পত্তি নিয়েও ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ কাজ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর