× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


১২ মার্চ ২০১৮, সোমবার

এটিএন বাংলায় ‘সুখের ভিতরে অসুখ’
সাগর জাহান ও মামুন-অর রশিদের রচনা এবং আল হাজেনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সুখের ভিতরে অসুখ’ প্রচার হচ্ছে এটিএন বাংলায়। ধারাবাহিকটি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার রাত ১১টায় প্রচার হয়। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফুর রহমান জর্জ, ডা. এজাজ, আরফান আহমেদ, মুনমুন, তাহমিনা সুলতানা মৌ, রোমানা, স্বাগতা, আলভী, শবনম ফারিয়া, নাজিরা আহমেদ মৌ, চিত্রলেখা গুহ, রুনা খান, সাজু খাদেম, নিলয় প্রমুখ।
এনটিভিতে ‘ভালোবাসা কারে কয়’
এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হয়। রুলীন রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আ খ ম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আবদুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সৈয়দ মোশাররফ, সায়কা আহমেদ, সেরা জামান প্রমুখ।
আরটিভিতে ‘নোয়াশাল’
আরটিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯ টা ৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ আরো অনেকে।

বাংলাভিশনে ‘মহাগুরু’
বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মহাগুরু’। রচনা রিজওয়ান খান। পরিচালনায় কায়সার আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনে ‘ফুল এইচডি’
মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, ফজলুর রহমান বাবু, নাজিরা মৌ, শহিদুজ্জামান সেলিম, মৌসুমী নাগ, আরফান আহমেদ, তাজিন আহমেদ, আমিরুল হক চৌধুরী, জুঁই করিম, তাহমিনা মৌ, দীপান্বিতা হালদার, ইলোরা গহর, সুষমা সরকার, শামীমা নাজনীন প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় নাটকটি।

দেশ টিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’
চলচ্চিত্র বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’। বাংলাদেশি চলচ্চিত্রের নানা খবরাখবর, সামপ্রতিক চলচ্চিত্রের দৃশ্যধারণ ও প্রচার, তারকাদের সাক্ষাৎকার, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গান, চলচ্চিত্রবোদ্ধাদের মতামত, চলচ্চিত্রের একজন তারকা অতিথির সঙ্গে আড্ডা নিয়ে সাজানো হয় অনুষ্ঠান ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’। আর্শিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৭টা ৪৫ মিনিটে। প্রযোজনা করছেন রেজওয়ানুল কবির মাসুম।
দীপ্ত টিভিতে‘পালকী’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পালকী’। আজ নতুন বছরের প্রথম দিন উপলক্ষে প্রচার হবে এর বিশেষ পর্ব। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, শহিদুজ্জামান সেলিম, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলমসহ আরো অনেকে। নাটকটি পরিচলনা করেছেন মোস্তফা মনন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর