× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জব্দ হলো ৪৮ স্বর্ণের বার, ১০ পিস দেখিয়ে মামলা

দেশ বিদেশ

চট্টগ্রাম প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, সোমবার

জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪৮ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় মামলা দায়ের করেছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। এ মামলায় ১০ পিস স্বর্ণের বার জব্দ ও জয়নাল আবেদীন নামে বিমানের এক যাত্রীকে আসামি করা হয়েছে। অথচ এ ঘটনায় ৬ যাত্রীকে আটক করা হয়। যাদের নামও প্রকাশ করেনি শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে। ওইদিন রাতে নগরীর পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। পতেঙ্গা থানার এসআই হুমায়ুন কবির জানান, বিমান থেকে ৪৮ পিস স্বর্ণের বার জব্দ করা হলেও মামলায় দেখানো হয়েছে ১০ পিস।
বাকি ৩৮ পিস স্বর্ণের বার রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থানায় জমা দেয়া হয়নি। তবে মামলার বাদী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা জিয়াউর রহমান আকন্দ বলেন, বাকি ৩৮ পিস পরিত্যক্ত দেখিয়ে আরেকটি মামলা করার জন্য শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা থানায় গেলেও জব্দ তালিকা এবং আলামত না নেয়ায় ফিরে যান। তিনি জানান, জয়নাল আবেদীন নামে ওই যাত্রীর শরীর থেকে ১০ পিস স্বর্ণের বার সরাসরি উদ্ধার হয়েছে। সেজন্য তাকে আসামি করে একটি মামলা হয়েছে। আটক আরো ৫ যাত্রীকে জিডিমূলে রাতে ছেড়ে দেয়া হয়েছে। কারণ তাদের কাছ থেকে সরাসরি স্বর্ণের বার পাওয়া যায়নি। চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুল ইসলাম বলেন, জব্দ স্বর্ণের বারের সঙ্গে আটক ৫ যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৩৮ পিস স্বর্ণের বারও পরিত্যক্ত দেখিয়ে থানায় জমা দেয়া হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর