× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

১৯শে মার্চ সোহরাওয়ার্দীতে আবারো জনসভার ঘোষণা বিএনপির

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৬ বছর আগে) মার্চ ১২, ২০১৮, সোমবার, ১১:৫৮ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৯শে মার্চ সোওরাওয়ার্দী উদ্যানে আবারও জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি। পুলিশের অনুমতি না পাওয়ার প্রেক্ষিতে দলটির পূর্ব ঘোষিত আজকের জনসভার কর্মসূচির পরিবর্তে নতুন এই তারিখ ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জ ফখরুল নতুন এই তারিখ ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ১৫ই মার্চ চট্টগ্রামে, ২৪শে মার্চ বরিশালে ও ৩১শে মার্চ রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, নির্বাচন সুষ্টু করতে হলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর তা নিশ্চিত করতে হলে নির্বাচনের পরিবশে সৃষ্টি করতে হবে। তিনি বলেন, আমরা কঠিন কর্মসূচি দিচ্ছি না এর মানে এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের দেশপ্রেম। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর