× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বাধীনতা দিবসের টেলিছবিতে জয়ন্ত

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার

মার্চ স্বাধীনতার মাস। এরইমধ্যে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করেছে টিভি চ্যানেলগুলো। তারই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে বিশেষ টেলিছিবি ‘গোপিত’। দয়াল সাহার গল্পে এটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। এতে গোপিত চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। গল্পে দেখা যাবে, চোখ বুজলেই শুধু গুলির শব্দ, হাহাকার আর মায়ের মৃত্যুর দৃশ্য চোখে ভাসে গোপিতের। তার মধ্যে সব সময় অস্থিরতা।
গোপালের গো আর নাপিতের পিত মিলিয়ে তিন গ্রামের সবাই গোপালকে গোপিত বলে। তার বউ গোমতি। নদীর নামে নাম। নদীর মতোও সে। স্বামীর অস্থিরতার কারণ খুঁজে বের করার চেষ্টা করে সে। তবে তল খুঁজে পায় না স্বামীর চিন্তার। এমনি গল্পে নির্মাণ করা হয়েছে ‘গোপিত’ শীর্ষক এই টেলিছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ৭১ মানে ৩০ লাখ শহীদের আত্মদানের ইতিহাস। এই শহীদেরা সারা বাংলাদেশের ঘাসে রক্তলাল হয়ে মিশে আছে। যে হারিয়েছে সেই শুধু বোঝে হারানোর কষ্ট। গোপিত একজন নাপিত হলেও বুকে জমিয়ে রাখে খুনিদের প্রতি তীব্র ঘৃণা কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা। তিনি আরো বলেন, অপরাধের অতীত কখনো তামাদি হয় না। আর মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই সেটি এ গল্পে ফুটে উঠেছে। টেলিছবিটিতে দর্শক মুক্তিযুদ্ধের কিছু ম্যাসেজ পাবে বলে আমি আশা করছি। এদিকে সম্প্রতি ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০১৮’ পান দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি একটি আবৃত্তির অ্যালবামের কাজ করছেন বলেও জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর