× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে সুপার শপের উদ্বোধন করলেন মাশরাফি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার

মৌলভীবাজারে হাট বাজার সুপার শপের উদ্বোধন করেছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। গতকাল সোমবার বিকালে এম আর টাওয়ার, সিলেট সড়ক বেড়িরপাড় এলাকায় হাটবাজার এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হাট বাজারের চেয়ারম্যান মৌলভীবাজারের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মো. আবু মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা ও এম আর টাওয়ারের স্বত্বাধিকারী এমএ রহিম সিআইপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের কন্যা সৈয়দা সানজিদা শারমিন, শিল্পপতি নুরুল মুহাইমিন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, ডা. ছাদিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মো. আসুক মিয়া, ইউপি সদস্য মো. হাসিম মিয়া। হাটবাজারের চেয়ারম্যান আবু মিয়া জানান লন্ডন ও ঢাকার পর এখন তিনি সকলের সহযোগিতা নিয়ে মৌলভীবাজারেও এই ব্যবসায় সফল হতে চান। তিনি বলেন মাছ, মাংস, সবজি, ফল, বিস্কুট, বেবি ফুড, ফাস্ট ফুড, প্রসাধনিসহ রান্নাঘর থেকে সাজঘরের নিত্যপ্রয়োজনী যাবতীয় পণ্য এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে। বিদেশি সুপার শপের আদলে এই ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ৭শ’ পণ্য নিয়ে হাটবাজার সুপার শপ তার যাত্রা শুরু করেছে।
আগামীতে ১৬ হাজার ও ক্রমান্বয়ে ৪১ হাজার দেশি-বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যাবে। বর্তমানে সব মিলিয়ে ৫ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রধান অতিথি মাশরাফি বিন মুর্তজা তার বক্তব্যে  বলেন, মৌলভীবাজারে তিনি এই প্রথম এসেছেন। এখানে এসে তার খুব ভালো লেগেছে। হাটবাজারের ব্যবসার উন্নতি কামনা করে তিনি বলেন, সততার মাধ্যমে ক্রেতাদের মন জয় করাই হচ্ছে সফল ব্যবসা। আমি চাই ক্রেতাদের মন জয় করবে হাট বাজার। তিনি জাতীয় ক্রিকেট দলের জন্য সকলের দোয়া চান। রাতে লটারি কুপনের ড্র ঘোষণা করেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর