× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সুন্দরগঞ্জ ও নাসিরনগরে ভোট গ্রহণ চলছে

অনলাইন

অনলাইন ডেস্ক
(৬ বছর আগে) মার্চ ১৩, ২০১৮, মঙ্গলবার, ১১:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই দুই শূণ্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা। বিএনপি এই নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
গাইবান্ধা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আফরুল বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া আমান খান ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম। এই আসনে সর্বমোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। ১০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, জাতীয় পার্টির রেজোওয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মুহা. আশরাফুল হক।
এখানে সর্বমোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪টি।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশের শতাধিক মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের অর্ধশতাধিক টিম এবং ১৫ প্লাটুন বিজিবি। নির্বানের সুষ্ঠুতা নিয়ে জাতীয় পার্টির নেতারা শঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু ভোটের সব ধরনের ব্যবস্থাই তারা নিয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

[পিসি]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর