× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গরমে আরামের পোশাক

এক্সক্লুসিভ

তারুণ্য ডেস্ক
২৩ মার্চ ২০১৮, শুক্রবার

শীত চলে গেছে। ঋতুর হিসেবে যদিও এখন বসন্তকাল। কিন্তু বসন্তের সেই নাতিশীতোষ্ণ আবহাওয়ার রূপ আর নেই। রাতের বেলা হালকা শীতল বাতাসের আমেজ ছাড়া বাদবাকি দিনটুকু যারপরনাই উত্তপ্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে গরম। এই গরমে আরাম পাওয়ার জন্য পোশাক নির্বাচনও জরুরি। হাল আমলের ফ্যাশন সচেতন তারুণদের কাছে পোশাক নির্বাচন একটি জরুরি বিষয়। তবে গরমে পোশাক নির্বাচনে ফ্যাশনের পাশাপাশি আরামের বিষয়টি বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ।
গরমে আরামের পোশাক নির্বাচনের ব্যাপারে কিছু প্রয়োজনীয় তথ্য নিচে তুলে ধরা হলো-

নজর দিন ফেব্রিকের ওপর: গরমের পোশাক নির্বাচনে সবার আগে নজর রাখুন ফেব্রিকের ওপর। এক্ষেত্রে সুতির পোশাক হতে পারে প্রথম পছন্দ। দিন হোক বা রাত, গরম থেকে বাঁচতে সুতি কাপড়ের তৈরি পোশাক কিন্তু একদিকে যেমন ফ্যাশনেবল, তেমনি আরামদায়কও। মোটা কাপড়ে ফ্যাশন সচেতন হতে চাইলে তীব্র গরমে ত্রাহি ত্রাহি অবস্থা হতে পারে।  

হালকা রঙ প্রাধান্য দিন: সাধারণত গরমে হালকা রঙের কাপড়ের সমাদর বেশি। গরমে কটকটে বা গাঢ় কোনো রঙ অসহনীয় লাগে। তাই অধিকাংশ মানুষ গরমে বেছে নেন হালকা রঙের পোশাক। সাদা, আকাশি, হালকা সবুজ, বাদামি, হালকা গোলাপি, হলুদ, বেগুনি কিংবা ঘিয়াসহ যেকোনো সহনশীল রঙ বেছে নিতে পারেন পোশাকে। আবার গরমে গাঢ় রঙ যে পরাই যাবে না, এমনটা কিন্তু নয়। তবে কালো রঙটি এড়িয়ে চলতে পারলে ভালো। কারণ, কালো রঙের কাপড় সূর্যালোকে তাড়াতাড়ি উত্তপ্ত হয়। গরম বেশি টানে।

টাইট নয়, পরুন ঢিলেঢালা পোশাক: টাইট পোশাক না পরে পরুন ঢিলেঢালা পোশাক। সম্ভব হলে হাফ হাতা জামা পরতে পারেন। তবে অফিসিয়াল কাজে বা বেশি রোদে বের হওয়ার সময় অনেক ক্ষেত্রে ফুলহাতা পোশাক পরতে হয়। চাইলে সঙ্গে অতিরিক্ত কাপড় রাখতে পারেন। এতে করে গরমে ঘামে ভিজে যাওয়া জামা পাল্টে নিতে পারবেন।

নজর দিন অন্তর্বাসে:  গরমে শুধু পোশাক বাছাই নয়, অন্তর্বাসের ব্যাপারেও নজর দিন। প্রতিদিন অন্তর্বাস বা শরীরের ভেতরের পোশাক বদলে নিন। এ সময়ে সুতির অন্তর্বাস পরতে পারলে ভালো হয়।

চাকরিজীবীদের ভাবতে হবে অনেক: যারা চাকরি করেন, এই গরমে পোশাকের ব্যাপারে তাদের মাথায় রাখতে হবে অনেক কিছুই। বেশিরভাগ অফিসে ফর্মাল ড্রেসকোড মেনে চলতে হয়। বিশেষ করে, যারা গণপরিবহনে চলাচল করেন, তারা সঙ্গে বাড়তি কাপড় রাখতে পারেন। যাতে গরমে ঘামে ভিজে গেলে তা পাল্টে নিতে পারেন। অফিসে যে টিপটপ থাকতেই হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর