× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /‘বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছি’

বিনোদন

কামরুজ্জামান মিলু
২৩ মার্চ ২০১৮, শুক্রবার

‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের একটি গান দিয়ে কিছুদিন আগে ইউটিউব মাত করেন বিদ্যা সিনহা মিম। ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রচারণার সময় গানটি ইউটিউবে প্রকাশ হয়। এক কোটির বেশ দর্শক গানটি দেখেছেন। ভিন্ন লুকে রূপালী পর্দায় মিমের উপস্থিতি দর্শকরা পছন্দ করেছেন। ক্যারিয়ারে লম্বা সময় বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবিতে তার পারফর্ম করা ‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটিও বেশ আলোচনায় ছিল। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মিম। আজ প্রেক্ষাগৃহে এ অভিনেত্রীর নতুন একটি ছবি মুক্তি পেয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এ ছবির নাম ‘পাষাণ’। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। একশ’র বেশি প্রেক্ষাগৃহে ছবিটি আজ মুক্তি পেয়েছে। মিম মানবজমিনকে বলেন, ‘পাষাণ’ ছবিটি মুক্তি পেয়েছে আজ। এতে আমাকে একজন টিভি সাংবাদিক চরিত্রে দর্শক দেখতে পাবেন। আর চরিত্রটি বেশ মজার। আধুনিক একজন মেয়ে। আমার বিপরীতে কলকাতার নায়ক ওম অভিনয় করেছেন। ছবিতে দর্শক অনেক  নতুনত্ব পাবেন। বিশেষ করে ছবির গান দর্শককে আকৃষ্ট করবে বলে মনে করছি আমি। এদিকে সম্প্রতি কলকাতার জনপ্রিয় মুখ জিতের বিপরীতে একটি ছবিতে কাজ শুরু করেছেন মিম। নতুন এই ছবির নাম ‘সুলতান’। এটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের পরিচালক রাজা চন্দ ও বাংলাদেশের আবদুল আজিজ। কয়েকদিন আগে ভারতে এ ছবির প্রথমভাগের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, প্রথমভাগের কাজটি বেশ ভালোভাবে শেষ হয়েছে। দুদিন পর আবার এ ছবির শুটিং শুরু হবে। তাই কলকাতায় যেতে হবে আমাকে। বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছি। এ ছবির গল্প নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘সুলতান’ ছবির গল্প পারিবারিক। একটা পরিবারের অনেক ঘটনা থাকে। সেখান থেকে নানান বিষয় ওঠে আসবে। এর বেশি আসলে গল্প নিয়ে বলা যাবে না (হা হা হা)..। কলকাতায় ‘সুলতান’ ছবির শুটিং শেষে একদিনের জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন মিম। ফিরেই কানাডার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার। সেখানে বেশ কয়েকটি শোতে অংশ নিবেন তিনি। ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসেন বিদ্যা সিনহা মিম। তবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করে দর্শকের মনে জায়গা করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ‘জোনাকীর আলো’ ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘আমি তোমার হতে চাই’, ‘ইয়াতি অভিযান’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এসব ছবির মধ্যে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয়ের জন্য মিম প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর থেকে অভিনয়ের প্রতি আরও দায়িত্বশীল হয়ে পড়েন। মিম বলেন, ভালো ছবির কাহিনীতে কাজ করার ইচ্ছেটা এখন অনেক বেশি। অভিনেত্রী হিসেবে ভালো চরিত্রে দর্শকের সামনে উপস্থাপিত না হতে পারলে নিজের খারাপ লাগবে। তাই চরিত্র বা ছবির কাহিনী নির্বাচনে আমি বেশ মনোযোগী হয়েছি। ভালো গল্পের ছবি ছাড়া কাজ করতে মন চায় না। সামনে কোন ছবিতে অভিনয় করবেন জানতে চাইলে মিম বলেন, তারেক শিকদারের ‘দাগ’ নামে একটি ছবি সামনে মুক্তি পাবে। এ ছবিতে বাপ্পী আমার বিপরীতে অভিনয় করেছেন। আর নতুন ছবির কাজ নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। সব চুড়ান্ত না হলে এখনই কিছু বলতে চাই না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর