× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যাক্রনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে গণ-বিক্ষোভ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৬ বছর আগে) মার্চ ২৩, ২০১৮, শুক্রবার, ২:৪৫ পূর্বাহ্ন

ফ্রান্সে সরকারের অর্থনৈতিক নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে সরকারি খাতের কয়েক লাখ শ্রমিক। এসএনএফ নামে পরিচিত জাতীয় রেল কোম্পানির কর্মচারি, জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ফ্রান্সের কর্মচারি ও অন্যান্য সরকারি চাকুরিজীবিরা বৃহস্পতিবার প্যারিস ও অন্যান্য প্রধান শহরের রাস্তায় নেমে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ৩ লাখ ২৩ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তবে ফ্রান্সের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য ইউনিয়ন- দ্য জেনারেল কনফেডারেশন অফ লেবার জানিয়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় ৫ লাখ। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সরকারি সেবা সংস্কার, কর্মসংস্থান কমানো, অবসর ভাতা কমিয়ে আনা ও এসএনএফ এর প্রতিযোগীদের ফরাসি বাজারে প্রবেশের সুযোগ দেয়ার পরিকল্পনা করছেন। তার এসব নীতিমালার বিরুদ্ধে বৃহ¯পতিবার বিক্ষোভে নামে লাখ লাখ মানুষ। এছাড়া, নতুন সাধারণ কর্ম-চুক্তির প্রবর্তন ও নতুন কর্মচারী নিয়োগ দানের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন অনেকে। বিক্ষোভকারীরা এপ্রিল থেকে জুন পরযন্ত প্রতি ৫ দিনে দু’দিন বিক্ষোভ করার পরিকল্পনা করছে।
অবশ্য, ফ্রান্সে ম্যাক্রনের নীতিমালা পরিকল্পনা নিয়ে এমন বিক্ষোভের ঘটনা এইবারই প্রথম নয়। এর আগেও গত বছর ম্যাক্রনের নিয়োগদান বিষয়ক চুক্তি আরো নমনীয় করার এক নতুন নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভে নামে জনগণ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর