× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়ায় ব্যাংক ম্যানেজার ও ছিনতাইকারী আটক

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, সোমবার

বগুড়ায় গ্রাহকের নামে ভুয়া লোন উত্তোলন করে উধাও হওয়া রূপালী ব্যাংক মহাস্থান শাখার আলোচিত সেই ম্যানেজার জোবায়নুর রহমান এবং মোটারসাইকেলসহ ৪ ছিনতাইকারী র‌্যাবের হাতে আটক হয়েছে। আটককৃতরা হলো- দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি এলাকার আলিম উদ্দিন প্রাং এর ছেলে উজ্জ্বল হোসেন ওরফে সেলিম (৩০), আফতাব আলীর ছেলে এমদাদুল হক ওরফে হৃদয় (২৫), একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে হাবিবর রহমান ওরফে শুভ ওরফে রনি (২০) এবং অন্যজন একই উপজেলার পশ্চিম বড়াই গ্রামের সিরাজের ছেলে শাহীন (২২)। শনিবার রাতে (১৪ই এপ্রিল) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের বিশেষ অভিযানে বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে থাকা ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল, ২টি ছোরা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রোববার দুপুরে র‌্যাব ১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান। র‌্যাবের অপর একটি অভিযানে গ্রাহকের নামে ভুয়া লোন উত্তোলন করে উধাও হওয়া রূপালী ব্যাংক মহাস্থান শাখার আলোচিত সেই ম্যানেজার জোবায়নুর রহমান গ্রেপ্তার হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি টিম শুক্রবার তাকে শরীয়তপুর জেলা সদরের চিকনদি ইউনিয়নের আটাপাড়া গ্রামের একটি মাজার থেকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে তাকে বগুড়া র‌্যাব ক্যাম্পে আনার পর সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব ১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর