× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘুষ দিতে গিয়ে আটক

দেশ বিদেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৬ এপ্রিল ২০১৮, সোমবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে চাকরির জন্য ৯ লাখ টাকা ঘুষ দিতে এসে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাবিভাগের অধ্যাপক বিশ্বজিতের কক্ষে এ ঘটনা ঘটে। ঢাবির এ অধ্যাপককে সরকার ২০১৭ সালের ১১ই জুলাই প্রথম ভিসি হিসেবে নিয়োগ করে। আটক চাকরি প্রার্থী পাবনা জেলার সুজানগর থানার মধ্যপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের ইলিয়াস হোসেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, নতুন কার্যক্রম শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য সার্কুলার দেয়া হয় ফেব্রুয়ারিতে। যেখানে অফিসার পদের তিনটি আবেদন করে আটক ইলিয়াস। পরবর্তীতে তার চাকরি নিশ্চিত করার জন্য ভিসিকে ঘুষ দেয়ার চেষ্টা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে চাকরিপ্রার্থী ইলিয়াস অধ্যাপক বিশ্বজিতের কক্ষে একটি ব্যাগ টেবিলে রাখেন। তখন ব্যাগে কি আছে জানতে চাইলে এ যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন উপস্থিত ছাত্ররা তাকে ধরে ডিন অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আবদুর রহিম বলেন, আমি ঘটনাটা অবহিত হয়েছি। ঘুষ দিতে আসা যুবককে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, একটা ছেলে ঘুষ দিতে চেয়েছিল। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় দেয়া হয়েছে। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘুষ দিতে চাওয়ায় একজনকে থানায় দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর