× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিচারক চঞ্চল

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করলেন। আগামী ঈদে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে টানা পাঁচদিন প্রচারের জন্য সামিয়া রহমানের ভাবনা, পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত হয়েছে রিয়েলিটি শো ‘হাসতে যাদের মানা’। গুণী নাট্যরচয়িতা ও অভিনেতা বৃন্দাবন দাস রচিত নাটকের অংশ বিশেষ থেকে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী অভিনয়শিল্পীরা অভিনয় করে নিজেদের প্রতিভার প্রমাণ দেবেন। আর সেখান থেকেই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এরইমধ্যে এই রিয়েলিটি শোর গ্র্যাণ্ড ফিনালেও শেষ হয়েছে। তবে আগামী ঈদের আগে কারা বিজয়ী হয়েছেন তার কিছুই প্রকাশ করা হচ্ছে না। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাচ্ছেন ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট, টেলিভিশন ও ঢাকা কলকাতা ঢাকা এয়ার টিকিট। দু’টি প্রতিষ্ঠিত কোম্পানির সৌজন্যে এই পুরস্কার দেয়া হচ্ছে।
প্রথমবারের মতো রিয়েলিটি শোর বিচারক হিসেবে উপস্থিত থাকা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, খুব অল্প সময়ে প্রস্তুতি নিয়ে নতুন শিল্পীরা বৃন্দাবন দা রচিত নাটকের অংশবিশেষে যেভাবে অভিনয় করেছেন তাতে আমি সন্তুষ্ট। তবে তারা যেন ভবিষ্যতে আরো ব্যাপক প্রস্তুতি নিয়ে অভিনয়ে অংশ নেন, এটাই আমার উপদেশ থাকবে। কারণ, যারা পেশাগতভাবে অভিনয়কে বেছে নিতে চান তাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। কৃতজ্ঞতা জানাই সামিয়া আপাকে এমন ভিন্ন ধরনের একটি রিয়েলিটি শো খুউব কম সময়ের মধ্যে আয়োজন করে তার ফলাফলও দেয়ার জন্য। উপস্থাপক হিসেবে মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি নিজের মেধার পরিচয় দিয়েছেন এই শোতে। উল্লেখ্য, এই রিয়েলিটি শোতে চঞ্চল চৌধুরীর পাশাপাশি বিচারক হিসেবে আরো আছেন বৃন্দাবন দাস, সামিয়া রহমান ও শাহানাজ খুশি।
আগামী রোজার ঈদে টানা পাঁচদিন রাত ৯টায় নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে ‘হাসতে যাদের মানা’ প্রচার হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর