× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন /২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দু’দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মোট একজন মেয়র, ১৯জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাই চলাকালে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো বঙ্গতাজ অডিটোরিয়ামে। গতকাল সোমবার সকাল থেকে নগরের জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ও কর্মকর্তাগণ মনোননয়পত্র বাছাইয়ের কাজ শুরু করেন। দুই দিনে মনোনয়ন যাচাই-বাছাই করে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, যাদের প্রার্থিতা বাতিল হচ্ছে তারা আগামী তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন এবং এ বিষয়ে কাগজপত্র সরবরাহ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আর যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হচ্ছে, তারা সন্তুষ্টি জানিয়ে নির্বাচনে আচরণবিধি মেনে চলার দৃঢ় প্রত্যয় এবং জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ৮৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩শে এপ্রিল।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই মে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর