× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র আগামীকাল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর ঢাকায় অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৫ই সেপ্টেম্বর। খেলা মাঠে গড়ানোর সাড়ে চার মাস আগে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল। হোটেল সোনারগাঁওয়ের বল রুমে ৭ জাতির এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। সর্বশেষ তিন আসরের ফাইনালিস্ট আফগানিস্তান এবার নেই দক্ষিণ এশিয়ার এ ফুটবল টুর্নামেন্টে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় আসর থেকে নিয়মিত খেলা যুদ্ধবিধ্বস্ত দেশটি বেরিয়ে গেছে দক্ষিণ এশিয়ার এ সংগঠন থেকে। ৭টি আসরে অংশ নিয়ে তারা তিনবার ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে ২০১৩ সালে নেপাল থেকে। এক সময়ের আন্ডারডগ ১৫ বছরেই পরিণত হয়েছিল এ অঞ্চলের ফুটবলের জায়ান্ট হিসেবে। টানা তিনটি সাফে তারা টক্কর দিয়েছে ভারতের সঙ্গে।
২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও ছিল ৭ দেশ।
ওই বছর অভ্যন্তরীণ সমস্যার কারণে টুর্নামেন্টে অংশ নেয়নি পাকিস্তান। কিছুদিন ফিফার নিষেধাজ্ঞাও ছিল দেশটির ফুটবল ফেডারেশনের ওপর। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার আবার সাফ চ্যাম্পিয়নশিপে ফিরছে তারা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘এবারো টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সুজুকি। স্পন্সর প্রতিষ্ঠান ছাড়াও টুর্নামেন্টের মার্কেটিং এজেন্ট লাগাডিয়ারের প্রতিনিধিরাও থাকবেন ড্র অনুষ্ঠানে। অংশগ্রহণকারী ৭ দেশের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর