× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রাইম ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাহেল আহমেদ /কোয়ালিটি ব্যাংকিংয়ে প্রাধান্য দিয়েছি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার:
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেছেন, আমরা মুনাফার পেছনে ছুটিনি, কোয়ালিটি ব্যাংকিংয়ে প্রাধান্য দিয়েছি। যা আমাদের বিগত বছরগুলোর ক্রেডিট রেটিং রিপোর্টিং থেকে স্পষ্ট ফুটে ওঠেছে। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারণী ঋণের সীমা মানতে গিয়ে আমাদের খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনিং করতে হয়েছে। তাই মুনাফা সামান্য কমেছে। ১৯৯৫ সালের আজকের দিনে ‘একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক’ স্লোগানে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক। যাত্রার শুরু থেকেই ব্যাংকটি তার সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে ব্যাংকিং সেক্টরে এই বার্তা পৌঁছে দিয়েছিল, যা আজও অব্যাহত রয়েছে। গত ২৩ বছরে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকটি আস্থা সৃষ্টি করতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।
এসএমই ও রিটেইলকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়ে রাহেল আহমেদ বলেন, প্রাইম ব্যাংক আগামী ২০২১ সালকে টার্গেট করে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। যার লক্ষ্য পূরণে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘ওয়ান ব্যাংক, ওয়ান টিম’। এ জন্য আমরা এসএমই ও রিটেইল সেক্টরের বিনিয়োগ দ্বিগুণ করতে চাই। সামপ্রতিক সময়ে অর্জনের বিষয়গুলো তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ২০১৭ সাল শেষে আমাদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০১ কোটি টাকা, বিনিয়োগের পরিমাণ ১৯ হাজার ৮৩২ কোটি টাকা, আমাদের বর্তমান সম্পদের পরিমাণ ২৫ হাজার ৬৬০ কোটি টাকা। বর্তমানে সারা দেশে আমাদের ১৪৬টি শাখা, ১৭০টি এটিএম বুথ এবং সিঙ্গাপুর ও ইউকেতে ৩টি এক্সচেঞ্জ হাউজ রয়েছে।
এছাড়াও হংকংয়ে আমাদের ১টি ট্রেড ফাইন্যান্সিং কোম্পানি রয়েছে। দেশেও ২টি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এগুলো হলো- প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। সরকারি ট্রেজারি বিল ও বন্ড বিক্রয়ের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে আমরা শক্ত অবস্থানে রয়েছি। আমরা বাংলাদেশ ব্যাংকের বেস্ট প্রাইমারি ডিলার ব্যাংক পুরস্কার, আইসিএমএবি কর্তৃক বিভিন্ন পুরস্কার ও এসএএফএ অ্যাওয়ার্ড পুরস্কারও পেয়েছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে ব্যাংকের বিতরণকৃত মোট ঋণের (১৯ হাজার ৮৩২ কোটি ২৭ লাখ টাকা) মধ্যে শিল্প ঋণ প্রদান করা হয়েছে ৫৫.৩৯ শতাংশ। যা ২০১৬ সালের তুলনায় ৪৩.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৯৮৫ কোটি ৭১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০১৭ সালে মোট শিল্প ঋণের মধ্যে বৃহৎ শিল্পের শেয়ার ৭০.৭৬ শতাংশ প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৭ সালে বিতরণকৃত ঋণের মধ্যে ৯.২৯ শতাংশ এসএমই খাতে ঋণ দেয়া হয়েছে। যা ২০১৬ সালের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রেমিটেন্স আহরণে ব্যাংকিং সেক্টরে প্রাইম ব্যাংক শীর্ষে রয়েছে বলে জানান ব্যাংকটির প্রধান নির্বাহী রাহেল আহমেদ। বলেন, এই ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অ্যাওয়ার্ডও পেয়েছি। ২০১৭ সালে রেমিটেন্স ছিল ৩ হাজার ২৪৯ কোটি ৪০ লাখ যা ২০১৬ সালে ছিল ৩ হাজার ২১১ কোটি ৯০ লাখ কোটি টাকা।  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ- ব্যবস্থাপনা পরিচালক, গোলাম রব্বানী, তৌহিদুল আলম খান, সৈয়দ ফরিদুল ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর