× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /‘নতুন কাউকে জীবনের সঙ্গে জড়াতে চাই না’

বিনোদন

এন আই বুলবুল
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

দর্শকপ্রিয় অভিনেত্রী নোভা। অভিনয় ছাড়াও  উপস্থাপনা ও চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই তার সকালটা শুরু হয় এই তিনটির যে কোনো একটিতে ব্যস্ত হওয়ার মধ্য দিয়ে। তিনিও জীবনটাকে এভাবে উপভোগ করছেন বলে জানান। নোভা বলেন, কাজের মধ্যেই ডুবে আছি। কখনো ক্যামেরার সামনে আবার কখনো অফিসে। সত্যি বলতে এতেই অনেক আনন্দ। কাজের মধ্যে থাকতে পারা একজন মানুষের জন্য সুখকর বলে আমি মনে করি।
যখন কাজ থাকে না তখন আমরা সবাই ব্যস্ততার সেই সময়কে মিস করি। আমি এই ব্যস্ততার মধ্যে দিয়ে আগামী দিনগুলোও কাটিয়ে দিতে চাই। গেল বৈশাখে নোভাকে কোনো একক নাটকে দেখা যায়নি। চাকরিতে সময় দিতে গিয়ে বিশেষ দিবসের জন্য কাজ করা হয়ে ওঠেনি বলে জানান তিনি। কারণ প্রতি সপ্তাহে তিনি সাত থেকে আট দিন নাটকের শুটিংয়ের জন্য সময় রাখেন। এই সাত-আট দিন তার ধারাবাহিকের শুটিংয়ে কেটে যায়। তার হাতে বর্তমানে রয়েছে আলভী আহমেদের ‘জেনারেশন’, রাজিবুল ইসলাম রাজিবের ‘বারো ঘরের এক উঠোন’ ও আশিক মাহমুদ রনির ‘পাগলা হাওয়া’ শীর্ষক ধারাবাহিকগুলো। নাটকের ব্যস্ততা প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি যে সময়টুকু শুটিংয়ের জন্য রাখি তার বেশির ভাগ ধারাবাহিক নাটকের শুটিংয়ে কেটে যায়। এজন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় একক নাটকে কাজ করা হয় না। তবে আসছে ঈদের জন্য একক নাটকে অভিনয় করব। এরই মধ্যে কয়েকটির স্ক্রীপ্ট হাতে পেয়েছি। এগুলো এখন পড়ছি। মনের মতো কিছু গল্প ও চরিত্রের নাটকে ঈদে কাজ করার ইচ্ছে রয়েছে। কারণ ঈদের নাটকের প্রতি দর্শক ও নির্ম্তা সকলের আগ্রহ থাকে বেশি। ছোট পর্দার অনেক অভিনেত্রী বড় পর্দায় নাম লেখানোর জন্য দৌঁড়ঝাপ করেন। এই সময়ের ছোট পর্দার কয়েকজন অভিনেত্রী বড় পর্দায় বেশ জায়গাও করে নিয়েছেন। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। সেক্ষেত্রে নোভা চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিজেকে ফিল্মের নায়িকা হওয়ার যোগ্য মনে করি না। এই জন্য কোনো বানিজ্যিক ছবিতে আমার কাজ করার ইচ্ছে নেই। এছাড়া আমি শুরু থেকেই বলে আসছি চলচ্চিত্র নিয়ে আমার কোনো পরিকল্পনাও নেই। এরপরেও যদি গল্প প্রধান কোনো চলচ্চিত্র আমাকে নিয়ে কোনো নির্মাতা করতে চান তাহলে ভেবে দেখবো। তবে আমি মনে করি, চলচ্চিত্র নয়, ছোট পর্দার জন্যই আমি উপযুক্ত। অভিনয়ের বাইরে এই অভিনেত্রী বাংলাভিশনে ‘সৌন্দর্যের কথা’ ও বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের অনুষ্ঠান ‘মালঞ্চ’ উপস্থাপনা করছেন । দুটি অনুষ্ঠানের বিষয় দু’রকম। দুটিতেই তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। উপস্থাপনা প্রসঙ্গে নোভা বলেন, আমি অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করছি। বলা যায় একান্ত ভালোলাগা থেকেই উপস্থাপনায় আসা হয়েছে। তবে এই মুহুর্তে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আসার জন্য সময় বের করতে পারছি না। প্রচার চলতি দুটি অনুষ্ঠানের জন্য দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শক এখন সব কিছুতে নতুনত্ব খোঁজেন। নতুন কিছু পেলে তারা অবশ্যই সেটি গ্রহণ করবেন বলে আমি মনে করি। গেল বছরের শেষের দিকে নির্মাতা রায়হান খান ও নোভার বিচ্ছেদের সংবাদ প্রকাশ হয়। অবশ্য এর আগে গেল বছরের ২৬শে আগস্ট দুজনে ঢাকা জজকোর্ট কাজি অফিসে ডির্ভোস পেপারে স্বাক্ষর করেন বলে জানান। নোভা বর্তমানে নিজেকে নিয়ে কি ভাবছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখন যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। এই সময়টাকেই আমার জন্য মনে হচ্ছে। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ছেলেকে নিয়ে আমার সময় কাটে। নতুন কাউকে জীবনের সঙ্গে জড়াতে চাই না। ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার। তাকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর