× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সালাহকে রিয়ালে দেখছেন মিডো

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

লিভারপুলের জার্সিতে ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মোহাম¥দ সালাহ। বিশ্বের সেরা ফরোয়ার্ডদের তালিকায় উপরের সারিতে থাকবেন মিশরীয় তারকা। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ লীগগুলোতে সবার আগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। তাকে দলে ভেড়াতে চোখ রাখছে ইউরোপের অন্য বড় ক্লাবগুলো। এর মধ্যে দুই স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অন্যতম। মিশরের সাবেক স্ট্রাইকার মিডো জোর গলায় বলছেন, রিয়ালে যেতে প্রস্তুত ২৫ বছর বয়সী সালাহ। খেলোয়াড়ী জীবনে প্রিমিয়ার লীগে টটেনহামে খেলা মিডোর চোখে, রিয়ালের মতো ক্লাবে খেলার জন্য অনেক বেশি সামর্থ্য রাখেন সালাহ, ‘রিয়াল মাদ্রিদ তাকে (সালাহ) চায়। আমরা সবাই গ্যারেথ বেল ও করিম বেনজেমার খারাপ পারফরম্যান্স দেখছি।
লিভারপুলে সালাহ ব্যর্থ হবে কিনা আমি সেই ভয়েও ছিলাম, কিন্তু এখন মনে করি সে পরবর্তী ধাপে পা রাখার জন্য প্রস্তুত। রিয়াল মাদ্রিদ তার শক্তিমত্তা কাজে লাগাতে পারবে।’ গত বছরের জুনে রোমা থেকে লিভারপুলে নাম লেখান চেলসির সাবেক খেলোয়াড় সালাহ। দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রতিভাবান এই ফরোয়ার্ড। চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলে করে ফেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে লিভারপুলকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সালাহ। দুই লেগ মিলিয়ে অল রেডসদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় সিটিজেনরা। দু’টি গোল করেন সালাহ। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিলেও দাপটের সঙ্গেই পাঁচ ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। অন্যদিকে প্রিমিয়ার লীগের চিন্তা বাদ দিয়ে এখন চ্যাম্পিয়ন্স লীগ জয়ে বিভোর সালাহর লিভারপুল। সেমিতে তাদের প্রতিপক্ষ বার্সেলোনাকে কোয়ার্টার থেকে বিদায় করা রোমা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর