× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ইসরাইলে গুলিতে চার ফিলিস্তিনি নিহত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৬ বছর আগে) এপ্রিল ২২, ২০১৮, রবিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

গাজায় ইসরাইল সংলগ্ন সীমান্তে চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভে নেমেছে ফিলিস্তিনিরা। তিন সপ্তাহ আগের শুক্রবারে শুরু হওয়া বিশাল পদযাত্রার ধারাবাহিকতা বজায় রেখে এই শুক্রবারও ইসরাইল সীমান্তে জড়ো হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চার ফিলিস্তিনি। আহত হয়েছে ৭শ’র বেশি মানুষ। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, ৩০শে মার্চ ইসরাইলে নিজের পূর্ব-পুরুষের ভূমিতে ফেরার দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ করে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী। গতকালকের বিক্ষোভে অংশ নেয় ১০ হাজারেরও বেশি মানুষ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন চারজন। এছাড়া অন্তত ৭২৯ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন। নিহতরা হচ্ছেন, মোহাম্মদ ইব্রাহিম আইয়ুব (১৫), আহমেদ রাশেদ (২৪), আহমেদ আবু আকিল (২৫), সাদ আবদুুল-আল আবু তাহা (২৯)। এ নিয়ে চার সপ্তাহের বিক্ষোভে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। পাশাপাশি আহত হয়েছেন আরো ৪ হাজার মানুষ। আন্তর্জাতিক সমপ্রদায়ের সমালোচনা সত্ত্বেও বিক্ষোভকারীদের ওপর উন্মুক্ত গুলি চালানোর নীতিমালায় পরিবর্তন আনেনি ইসরাইল।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট অনুসারে, ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন চার সাংবাদিকও। সংস্থাটি জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ আল-সাওয়ালহি নামের গাজা মিডিয়া সেন্টারের এক ক্যামেরাম্যান রয়েছেন। এছাড়া দুই সপ্তাহ আগে, বিক্ষোভে দায়িত্ব পালনরত অবস্থায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন ফটোগ্রাফার ইয়াসির মুর্তজা।
গ্রেট মার্চ অফ রিটার্ন নামের এই বিক্ষোভের মূল উদ্দেশ্য হচ্ছে, ১৯৪৮ সালের যুদ্ধে ইসরাইল থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো। আগামী ১৫ই মে পর্যন্ত প্রতি শুক্রবার এই বিক্ষোভ অব্যাহত থাকবে। এই বিক্ষোভের আয়োজনকারীদের এক মুখপাত্র আসাদ আবু শেখ জানান, তিনি প্রত্যাশা করেন যে, বিক্ষোভটি আন্তর্জাতিক সমপ্রদায়ে ইসরাইলের বিরুদ্ধে মতামত তৈরি করতে সক্ষম হবে। তিনি বলেন, আমরা বিশ্ববাসীর মনে একটি আইডিয়া প্রতিস্থাপনের চেষ্টা করছি যে, ফিলিস্তিনিদের অধিকার আছে ও তারা ফেরত যাওয়ার অধিকার চায়। এদিকে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে গাজায় বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হত্যা ও অন্যান্য অপরাধের নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিশন গঠনের আহবান জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর