× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুর সিটি নির্বাচন সন্ত্রাসমুক্ত করতে সেনাবাহিনী দরকার

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ ছাড়াও  তিনি বলেন, এলাকার ভোটাররা নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃশ্যমানভাবে নাম ও র‌্যাঙ্ক ব্যাজসহ ইউনিফর্ম পড়ে দায়িত্ব পালন করতে হবে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডিউটিতে না পাঠাতে আহ্বান জানাচ্ছি। গতকাল দুপুরে টঙ্গী আউচপাড়াস্থ হাসান সরকারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে।
প্রশাসনের নিরপেক্ষতা চাই। নির্বাচনের সময় এলাকায় কালো টাকার ছড়াছড়ি দেখা যায়।
ভোটারদের কালো টাকার বিনিময়ে যাতে প্রভাবিত করতে না পারে সে দিকে কড়া নজর রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান হাসান সরকার।
তিনি আরো বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির কোনো দলীয় নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার আহ্বান জানান। এ ছাড়াও নির্বাচনের সময় ব্যালট পেপার ও বাক্স চুরি এবং ভোটকেন্দ্র ও আশপাশে অস্ত্রের মহড়া বন্ধ করতে হবে।
হাসান সরকার বলেন, ভোটের দিন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ যাতে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখের সাত দিন পূর্ব হতে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
হাসান উদ্দিন সরকার আরো বলেন, নির্বাচনী কর্মকর্তা বা ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্যানেল প্রস্তুতের সময় স্বচ্ছতা নিশ্চিত করে দল নিরপেক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে প্যানেল তৈরি করতে হবে। বিতর্কিত কর্মকর্তাদের প্যানেলভুক্ত না করার আহ্বান জানাচ্ছি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, যুগ্ম-সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিন, ডা. মাজহারুল আলম, মাওলানা নাসির উদ্দিন, আজিজুল হক রাজু মাস্টার, আব্দুর রহিম খান কালা প্রমুখ।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর