× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যাম্পাসে শিক্ষকদের মৌন মিছিল, নিরাপত্তা দাবি

এক্সক্লুসিভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও ভিসির বাস ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল প্রতিবাদস্বরূপ ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন সাদা দলের শিক্ষকরা। মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ডাকসু ভবন, মধুর ক্যান্টিন ও শ্যাডো হয়ে পুনরায় অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। মৌন মিছিলে উপস্থিত ছিলেন- সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুর রশিদ, সাবেক আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন ভুঁইয়া, ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. শামছুল আলম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, ড. এহসানুল মাহবুব জুবায়ের, সাবরিনা শাহনাজ, ইসরাফিল রতন প্রাং, মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় তারা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা দাবি করেছেন। মৌন     মিছিল শেষে সাদা দলের পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাবলিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ভিসি ভবনে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আখতার হোসেন খান বলেন, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দাবি করছি। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, বিশেষ করে হল প্রশাসনের কাছে, শিক্ষার্থীবান্ধব, দায়িত্বশীল ও মানবিক আচরণ প্রত্যাশা করেন। হলে এবং ক্যাম্পাসে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করারও জোর দাবি জানান সাদা দলের এ শিক্ষক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিহিংসা বর্জন করো, কারণ প্রতিহিংসা কেবল প্রতিহিংসারই জন্ম দেয়, সমস্যার সমাধান করে না’।  এ সময় তিনি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর