× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

উত্তর কোরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩৬

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

উত্তর কোরিয়ায় পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ জনই চীনা নাগরিক। বাকি চারজন উত্তর কোরিয়ার পর্যটনকর্মী। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, রোববার সন্ধ্যার দিকে দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে হোয়াংহে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। সংশ্লিষ্ট অঞ্চলে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারও সীমিত।
চীনের একটি ইংরেজি দৈনিকের খবরে বলা হয়, বাসটি একটি সেতু থেকে পড়ে গেছে। তবে এই প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ পর তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। বেইজিংয়ের একটি ট্যুরিস্ট এজেন্সির ব্যবস্থাপক সাইমন ককরেল বলেন, উত্তর কোরিয়ায় পর্যটকবাহী বাস খুব কমই দুর্ঘটনার শিকার হয়। তিনি ১৬৯ বার উত্তর কোরিয়া সফর করেছেন। তবে মাত্র একবার তিনি দুর্ঘটনার শিকার হয়েছে।

গতকালের বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। দেশটি বলেছে, দুর্ঘটনায় আহত দুই চীনা পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। উত্তর কোরিয়াসহ নিজ দেশের কর্মকর্তা নিহত হওয়ায় চীন গভীর শোক প্রকাশ করে। পাশাপাশি নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।

কোরিয়া উপদ্বীপে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অগ্রগতির মধ্যেই এই বাস দুর্ঘটনা ঘটলো। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে বসবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীন। দেশটির পর্যটন আয়ের সিংহভাগ আসে চীন থেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর