× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতায় পুরস্কৃত ‘প্যারাডাইজ নেস্ট’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

কলকাতার ১৭তম আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অব ন্যাচার নির্বাচিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘প্যারাডাইজ নেস্ট’। সিনেমাটির নির্মাতা আরিফ আহমেদ। তিনি এ খবরটি মানবজমিনকে নিশ্চিত করেন। তিনি বলেন, উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে আমাকে এ সুখবর জানিয়েছেন। চলচ্চিত্রটির চরিত্র কেবল পাখি। পাখিটির নাম দুধরাজ। এটার ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার। তবে অঞ্চলভেদে দুধরাজ, সাহেব বুলবুলি, শাহ-বুলবুল নামেও পরিচিত।
দেখতে বুলবুলির মতো হলেও এ পাখি সেটির সমগোত্রীয় নয়। সেই পাখির জীবন বৈচিত্র্য নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আলোকচিত্রী আরিফ আহমেদ। তিনি আরও বলেন, সুসংবাদটি শুনে অনেক ভালো লাগছে। এর আগেও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। এটা আমার একার নয় দেশেরও প্রাপ্তি। কর্তৃপক্ষ আমাকে একটি মেইলের মাধ্যমে ছবিটি নির্বাচিত হওয়ার খবর জানিয়েছে এবং সার্টিফিকেট পাঠিয়েছে। খুব শিগগিরই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি হাজির হব। এর আগে ‘প্যারাডাইজ নেস্ট’ প্রদর্শিত হয়েছে ইতালিতে, রাজস্থানে এবং আমেরিকার ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালেও।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর