× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম ঝলকের পর ফারিয়ার গানের টিজার

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

নুসরাত ফারিয়ার কণ্ঠে এবারই প্রথম গান শুনতে পাবেন শ্রোতারা। এটা এরই মধ্যে সকলে জেনে গেছেন। তার এই গানের শিরোনাম ‘পটাকা’। এ গান নিয়ে শ্রোতা ও তার ভক্তদের ক্রমশ আগ্রহ বাড়াচ্ছেন নুসরাত ফারিয়া। কারণ কয়েকদিন আগে প্রকাশ পায় এ গানের প্রথম ঝলক। তারপর অনলাইনে গত ২১শে এপ্রিল গানের টিজার প্রকাশ পায়। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে গানের টিজার। সেখানে প্রথমবারের মতো শ্রোতারা শুনতে পাচ্ছেন ফারিয়ার গানের কণ্ঠ।
সঙ্গে ভিডিওটিতে আবেদনময়ী নুসরাত ফারিয়াকেও দেখতে পাচ্ছেন দর্শক। নুসরাত ফারিয়া মানবজমিনকে বলেন, এ গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। গান ও ভিডিও থেকে আয়ের ১০ ভাগ অর্থ ব্যয় করা হবে ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জেনারেল এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের কাজে। এটা আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল। ২৬শে এপ্রিল বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি দেওয়া হবে পুরো ভিডিওটি। গানটি বাংলাদেশের সিএমভির ইউটিউব চ্যানেলের পাশাপাশি ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের চ্যানেলও প্রকাশ পাবে একই দিনে। আশা করি, এটি দর্শক পছন্দ করবেন। রাকিব রাহুলের কথা ও প্রীতম হাসানের সুরে তৈরি করা গানের ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব। এতে মডেল হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই। ‘পটাকা’ শিরোনামের এ গানটি সিএমভি ও এসভিএফ’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও এক্সক্লুসিভলি দেখা যাবে ভারতের সংগীত বাংলা টিভি ও বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং সাইট বাংলাফ্লিক্সে।
প্রসঙ্গত, সবশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে ফারিয়া অভিনীত এবং অশোক পতি পরিচালিত ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া। নতুন ছবির খবর জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আগে আমার কণ্ঠের গান ‘পটাকা’ দেখুক সবাই। এরপর সামনে নতুন ছবির খবর দিব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর