× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিটিআই ওপেন গলফ শুরু আজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

১৩২ জন পেশাদার গলফার নিয়ে কুর্মিটোলা গলফ কোর্সে আজ শুরু হচ্ছে বিটিআই ওপেন ২০১৮। প্রায় ৬০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে ১৭ দেশের গলফাররা অংশ নিচ্ছেন। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিপিজিএ’র নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.)। এ সময় ফেডারেশনের সভাপতি আসিফ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবায়েদুল হক, পৃষ্ঠপোষক বিটিআইয়ের চেয়ারম্যান আরশি হায়দার, পিজিটিআইয়ের সিইও উত্তম সিং মান্ডি, এটিডির টিডি আদনান ওথমান এবং তিন সংস্থার তিন পেশাদার গলফার উপস্থিত ছিলেন।
আসরটিতে অংশ নিচ্ছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। প্যানাসনিক ওপেনে অংশ নিয়ে রোববার রাতে দেশে ফিরেছেন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা এই গলফার। প্যানাসনিক ওপেনে সুবিধা করতে না পারলেও নিজ দেশের টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী সিদ্দিুকুর জানান, ‘এখানকার আবহাওয়াতে বাতাসের বেগ একটু বেশিই। তবুও আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ ৭২ হোল স্ট্রোক প্লে গলফ টুর্নামেন্টে বিজিপিএ’র ৪৪ জন পেশাদার গলফার খেলছেন। যেখানে এশিয়ান ট্যুরের দু’টি শিরোপা জয়ী সিদ্দিকুর ছাড়াও রয়েছেন পিজিটিআইয়ে দু’বার শিরোপা জয়ী জামাল হোসেন মোল্যা, দুলাল হোসেন, শাখাওয়াত হোসেন সোহেল, ইসমাইল হোসেন ও বাদল হোসেনসহ অন্যরা।

এছাড়া প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ার (পিজিটিআই) ৪৫ জন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের (এডিটি) ৪৫ জন গলফার। কাট বাস্তবায়িত হবে ৩৬ হোলে। নির্বাচিত ৫০ জন গলফার এবং টাই হবে হাফওয়ে কাট এবং চলবে পরবর্তী ৩৬ হোল পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলো হলো- সিঙ্গাপুর, জাপান, সুইডেন, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সয়াজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, আমেরিকা ও স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ হবে ২৭শে এপ্রিল। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস (বিটিআই)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর