× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিরতি লড়াইয়ে সাকিব-মোস্তাফিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

১ উইকেট পেলেই বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০০ রান এবং ৩০০ শিকারের ‘ডাবল’ পূর্ণ হবে সাকিব আল হাসানের। আর এমন সম্ভাবনা সামনে রেখে আজ স্বদেশি তারকা মোস্তাফিজুর রহমানের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার। ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ মুখোমুখি হচ্ছে মোস্তাফিজের মুম্বই ইন্ডিয়ান্স ও সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে উভয়েরই হতাশার স্মৃতি। রোববার চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র ৪ রানে হার দেখেন সাকিবরা।  বল হাতে ৪ ওভারের স্পেলে ৩২ রানে উইকেটশূন্য থাকেন সাকিব। পরে পাঁচ নম্বরে ব্যাট হাতে সাকিব করেন ১৯ বলে ২৪ রান। দিনের অপর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ওভারে হার দেখে মুম্বই ইন্ডিয়ান্স। বল হাতে ৪ ওভারের স্পেলে ৩৫ রানে এক উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
১৮তম ওভারের প্রথম বলেই রাজস্থানের প্রোটিয়া ব্যাটসম্যান ক্লাসেনকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। এতে শেষ ১৭ বলে রাজস্থানের দরকার ছিল ৪২ রানের। ওই ওভারের বাকি পাঁচ বলে ১৫ রান দিয়ে বসেন মোস্তাফিজ। পরের ওভারে ১৮ রান দেন মুম্বইয়ের অপর পেসার জসপ্রিত বুমরাহ। শেষ পর্যন্ত ১১ বলে ৩৩ রানের ইনিংস খেলে রাজস্থানকে জয় এনে দেন গৌতম। চলচি আইপিএল-এ মোস্তাফিজের ৬ ও সাকিবের শিকার ৫ উইকেট। সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ২৫৯ ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ ৪০৬৭ রান। আর বল হতে সাকিবের শিকার ইতিহাসের পঞ্চম সর্বাধিক ২৯৯ উইকেট। টি-টোয়েন্টির ইতিহাসে ব্যাটে-বলে ৪০০০ রান ৩০০ উইকেটের কীর্তি রয়েছে কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ক্যারিয়ারে ৩৭৯ টি-টোয়েন্টি ম্যাচে ব্রাভোর সংগ্রহ ৫৬০৭ রান এবং বল হাতে এ ক্যারিবীয় পেসারের শিকার সর্বাধিক ৪১৭ উইকেট। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের কীর্তি রয়েছে কেবল ডোয়াইন ব্রাভো, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, পাকিস্তানি লেগস্পিনার শহীদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারাইনের। চলতি আইপিএল-এ ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আট দলের আসরে মুম্বইয়ের অবস্থান সপ্তম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর