× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শঙ্কা কাটেনি তামিমের /পুরনো ইনজুরিতে মাহমুদুল্লাহ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির পর জুনের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের। তাই এ সময়টা তাদের কাটানোর কথা ছিল ঘরোয়া ক্রিকেট খেলেই। কিন্তু এ সময় একের পর এক ক্রিকেটার পড়তে শুরু করেন ইনজুরিতে। সাকিব আল হাসান অবশ্য বছরের শুরু থেকেই ইনজুরিতে ছিলেন। তবে মাঠে নামতে পেরেছিলেন নিদাহাস ট্রফির ফাইনালে। এরপর দেশে ফিরে সুস্থ হয়ে খেলতে গেছেন আইপিএলে। এরই মধ্যে ইনজুরিতে পড়েন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, নাসির হোসেনসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় যোগ দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডে আজ মাঠে নামতে পারছেন না তিনি। রিয়াদের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আসলে মাহমুদুল্লাহরটা নতুন কোনো ইনজুরি নয়। গোড়ালির এ সমস্যাতে তিনি অনেক দিন থেকে আক্রান্ত। নিদাহাস ট্রফিতেও তিনি সমস্যাতে ছিলেন। তবে এতদিন ব্যথা নিয়ে খেলেছেন। এখন তাকে আমরা বিশ্রাম দিয়েছি। আশা করি জাতীয় দলের ক্যাম্পের আগেই তিনি মাঠে ফিরতে পারবেন।’
অন্যদিকে মিরাজ, তাসকিন, ও তামিম দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। কেন হঠাৎ করে খেলোয়াড়রা এত ইনজুরির শিকার? এ নিয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘আসলে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটাররা টানা খেলে আসছিল। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি লম্বা সিরিজ খেলেছে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে কেউ কেউ কম বেশি খেলছেন। যে কারণে অনেকের পুরনো ইনজুরিগুলো ফের কিছুটা  ভোগাতে শুরু করেছে। আসলে এই ইনজুরিগুলো ক্রিকেটাররা ম্যানেজ করে চলছিল। যেমন মিরাজ চার বছর ধরে সয়ে সয়ে খেলেছে। কিন্তু এবার আর সহ্য করতে না পেরে আমাদের জানিয়েছেন। কারণ তিনি চান সামনে যে বাংলাদেশ দলের ব্যস্ত সময় সেখানে ফিট হয়ে নামতে। তাসকিনের উন্নতি হচ্ছে। আশা করি দ্রুতই ফিরবে। ওরও পুরনো ব্যথা ছিল। কিছু ইনজেকশন দেয়া হয়েছে। ’
অন্যদিকে জুনেই আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সেই সফরে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহীম কতটা ফিট হয়ে মাঠে নামতে পারবেন? দেবাশিষ চৌধুরী বলেন, ‘তামিমের এখনো দৌড়ানোর সময় ব্যথা আছে। এটি নিয়ে আমরা দ্রুতই কাজ শুরু করবো। তার হাঁটুর আগের সমস্যা এখন অনেকটাই কমেছে। এছাড়াও মুশফিকের উন্নতি খুব দ্রুতই হচ্ছে। এ নিয়ে দুই সপ্তাহে পড়েছে। কিন্তু আশা করি খুব বেশি সময় লাগবে না ওর সেরে উঠতে।’ গতকাল মুশফিক এসেছিলেন জিমে। অনেকক্ষণ সাইকেল চালিয়েছেন। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন মুশফিক।   
জাতীয় দলের ক্রিকেটাররা মে মাসে ক্যাম্পে সুস্থভাবে যোগ দিতে পারবে কিনা তা নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘আমি আশা করছি যারা এখন ইনজুরিতে আছেন তারা সবাই ক্যাম্পে সুস্থ হয়ে যোগ দিতে পারবেন। এতে আমি কোনো সমস্যা দেখছি না।’ মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সেখানেই শুরু হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি। কেবল  নাসির হোসেন পারবেন না ক্যাম্পে অংশ নিতে। কারণ ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়েছে তার। দেবাশিষ চৌধুরী বলেন, ‘নাসিরের অপারেশন লাগবে। ওকে কোথায় সেটি করানো হবে তা নিয়ে কাজ করছি। আশা করি দুই/তিনদের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে। ওর মাঠে ফিরতে সময় লাগবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর