× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৩-০ সেটের জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে আলি পোর আরোজির দল। প্রায় এক হাজার দর্শকের উপস্থিতিতে গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে ফেরে উৎসবের আমেজ। বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে তারা মুখরিত করে রাখে গ্যালারি। হরসিত-আতিকুররাও সমর্থকদের হতাশ করেননি। শুরু থেকে দাপুটে খেলে প্রথম সেট জিতে নেন ২৫-১৫ পয়েন্টে।
দ্বিতীয় সেটেও মালদ্বীপকে ঘুরে দাঁড়ানোয় সুযোগ দেয়নি ২০১৬ সালে এই প্রতিযোগিতার সেরা হওয়া বাংলাদেশ। নিখুঁত ডজ, গতিময় চাপে ২৫-১৫ পয়েন্টে জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
তৃতীয় সেটে কিছুটা গুছিয়ে উঠা মালদ্বীপ একপর্যায়ে ১০-৬ পয়েন্টে এগিয়ে যায়। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২৫-২২ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠা নেপালের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
এদিকে দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ সেটে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে তুর্কমেনিস্তান। গ্রুপ ‘বি’তে উজবেকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নেপালকে পাচ্ছে। তবে, বাংলাদেশের বিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। কিরগিস্তান আর তুর্কমেনিস্তানের মধ্য থেকে জয়ী দলকে পাচ্ছে বাংলাদেশ। আজ দুই দলের ম্যাচেই চূড়ান্ত হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর