× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

লাকসামে ক্লিনিকে শিশুর মৃত্যু /দেড় লাখ টাকায় আপসরফা

বাংলারজমিন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

লাকসামে এক ক্লিনিকে ১৫ মাসের শিশুকে টাকার জন্য অক্সিজেন না দেয়ায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই শিশুর নাম সাহিদা আক্তার মনি। পার্শ্ববর্তী রুমের ভর্তিকৃত অপর শিশুর অভিভাবকরা প্রতিবাদ করলে তাদের শিশু সন্তানকে ওই ক্লিনিকের নার্সরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। তারা বাধা দিলে নার্সরা বেদম প্রহর করে দুই মহিলা অভিভাবককে। বেদম প্রহর করে আহত করে রুনা বেগম (৩৫) ও রৌশনারা (৩২)কে। আহত অবস্থায় তাদেরকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে লাকসামে ডাক্তার আবদুস সোবহানের ক্লিনিকে। নিহত ওই শিশুর পরিবারকে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে রফাদফা করে।

জানা যায়, লাকসাম উত্তর বাজারে শিশু ডাক্তার আবদুস সোবহানের ক্লিনিক। মনির হোসেন তার শিশু কন্যা ১৫ মাসের মনিকে শ্বাসকষ্টের কারণে রোববার দুপুরে ক্লিনকে ভর্তি করে। তাদের বাড়ি লাকসামের ঘাটার নোয়াগাঁও এলাকায়। ভর্তি সময় ডাক্তার সোবহান ১ হাজার ৫শ টাকা অগ্রিম নিয়ে ভর্তি দেয়। বিকালে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। অক্সিজেনের টাকা না দেয়ায় ক্লিনিকের ডাক্তার ও নার্স অক্সিজেন দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর শিশুটি বিকাল সাড়ে ৫টায় মৃত্যু বরণ করে। পার্শ্ববর্তী রুমের ভর্তিকৃত ৩ মাসের শিশু আবদুল্লাহ হামিদের মা রুনা বেগম (৩৫) ও রৌশনারা (৩২) এর প্রতিবাদ করে। ওই ক্লিনিকের নার্স রোকসানা ও শিল্পী আক্তার ভর্তিকৃত হামিদকে অপহরণ করে নিয়ে লুকিয়ে রাখে। হামিদের মা এর প্রতিবাদ করলে রুনা বেগম ও তার খালা রৌশন আক্তারকে বেধড়ক পিটায় দুই নার্স। দুই মহিলা রাস্তায় এসে চিৎকার করে পথচারীদেরকে ঘটনাটি জানায়। উত্তেজিত পথচারীরা ক্লিনিকে বিভিন্ন রুম তল্লাশি করে। কোথাও না পেয়ে ডাক্তারের চেম্বারের পিছনে একটি রুম থেকে শিশুটি উদ্ধার করে। ওই ক্লিনিকের নার্স রোকসানা তার গ্রামের বাড়ি পৌরসভার ভোজপাড়া এলাকায়। গত ১৮ বছর পর্যন্ত ওই ক্লিনিকে কর্মরত। অপর নার্স শিল্পী আক্তার গত ৫ বছর পর্যন্ত  চাকরি করে আসছে। দুই নার্সের কোনো সনদ নেই। নিহত শিশুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে তারা  এসে ক্লিনিকে ভিড় জমায়। খবর পেয়ে কুমিল্লার টিভি প্রতিনিধিসহ কিছু সাংবাদিক ওই ক্লিনিকে আসেন। শেষ পর্যন্ত শিশুর পরিবারের সঙ্গে ১ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে রফাদফা করে। সংবাদ যাতে টিভিতে ও পত্রিকায় না আসে সেজন্য ২২ হাজার টাকা দেয় সাংবাদিকদেরকে। আহত দুই মহিলার চিকিৎসা ব্যয় বহন করবে ডাক্তার আবদুস ছোবহান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর