× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘চালবাজ’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার

ভারতের পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’। সোমবার বিকেলে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ছবিটি ভালো লেগেছে। এটি দেখার পর বোর্ডের সবার সিদ্ধান্তে বিনাকর্তনে ছাড়পত্র দেয়া হয়। এদিকে দুদিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। তিনি সেন্সর ছাড়পত্রের খবর জানার পর বলেন, ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পেলে আরও ভালো হতো। অনেক সুন্দর গল্পের ছবি এটি।
ছবির কাহিনীতে রোমান্স, কমেডি, অ্যাকশন সবই রয়েছে। আমার বিশ্বাস, দর্শক ছবিটি দেখলে পছন্দ করবে। ভারতের একশ’র বেশি প্রেক্ষাগৃহে এরইমধ্যে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘চালবাজ’। আর বাংলাদেশে ২৭শে এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে। ‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জী। আর ভারত থেকে ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য আমদানি করেছে এন ইউ ট্রেডার্স। সাফটা চুক্তির ভিত্তিতে ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আর বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাকিব খান-শুভশ্রী ছাড়াও ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ। উল্লেখ্য, এর আগে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ ছবিটি মুক্তি পেয়ে বেশ সাড়া ফেলে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর