× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২৫ এপ্রিল ২০১৮, বুধবার

এটিএন বাংলায় ‘সিনেমা হল’
সিনেমা হল। নামটা শুনলেই অনেক চরিত্র চোখের সামনে ভেসে ওঠে। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার-পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার, বাদামওয়ালা এমনকি কালোবাজারিসহ নানা পেশার  নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্র নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। এটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে এটিএন বাংলার পর্দায়। ‘সিনেমা হল’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহম্মেদ, ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ্ , নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য, আনোয়ার শাহী, সিদ্দিক মাস্টার, সৈকত প্রামাণিক, হিমে হাফিজ, মজিবর, আফরোজা, সূচনা, আরিফুর রহমান প্রমুখ।
চ্যানেল আইতে ‘হিং টিং ছট’
থাইল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়িত ধারাবাহিক নাটক ‘হিং টিং ছট’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব।
অভিনয়ে তারিক আনাম খান, ফারহানা মিলি, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, মিশু সাব্বির, সিয়াম আহমেদ, তওসিফ মাহবুব, আজাদ আবুল কালাম পাভেল, শবনম ফারিয়া, শেহজাদ, সাফা কবির, সাজু খাদেম প্রমুখ। চ্যানেল আইতে এটি প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে।
এনটিভিতে ‘কাগজের ফুল’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’। নাটকটি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, এফ এস নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভূঁইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ, আশিক চৌধুরী, নিকুল কুমার ম-ল প্রমুখ।
আরটিভিতে ‘সেমি কর্পোরেট’
আরটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সেমি কর্পোরেট’। নাটকটি রচনা করেছেন রফিকুল ইসলাম পল্টু ও পরিচালনায় আর বি প্রীতম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সাজু খাদেম, প্রসূন আজাদ, চাষী আলম প্রমুখ। নাটকটি সপ্তাহে তিনদিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) রাত ১০টায় প্রচার হচ্ছে। একটি অ্যাড এজেন্সি দাঁড় করানোর জন্য অফিসের মানুষগুলোর সাফল্য-ব্যর্থতা, ভাঙা-গড়া এবং পারিবারিক সুখ-দুঃখের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘সেমি কর্পোরেট’।
দীপ্ত টিভিতে ‘ওরা থাকে ওধারে’
দীপ্ত টিভিতে ১৪ই এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ওরা থাকে ওধারে’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। নাটকটি রচনা করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন হাবীব মাসুদ ও ফিরোজ কবীর ডলার। অভিনয়ে পুনম জুঁই, সুদীপ, খায়রুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তিষœা সরকার, চান্দা মেহজাবিন, শারমিন আঁখি, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সায়ীদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ণ, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী এবং সাইফ চন্দন।



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর