× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিদ্বেষীর পর নতুন স্লোগান নিয়ে রনি

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

‘মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছুটান/ অধিকার নেই কণ্ঠে ধরার প্রভাতফেরির গান, তোরা যারা সভ্য হবার বাহানায় ভিনদেশী/ তোদের প্রতি শহীদ মিনার হলো আজ বিদ্বেষী...বিদ্বেষী...বিদ্বেষী...।’ এমন প্রতিবাদী ভাষা নিয়ে গত ফেব্রুয়ারিতে ইউটিউবে মুক্তি পায় আসাদুজ্জামান রনির কণ্ঠে ‘বিদ্বেষী’ শীর্ষক একটি গান। শিল্পী অবশ্য একে গান না বলে দৃঢ়তার সঙ্গে স্লোগান বলতে চান। ইউটিউবে মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। আলোচনায় আসেন রনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কণ্ঠেও এই স্লোগান গতি পায়। এই একটি গান পেশায় শিক্ষক আর নেশায় কবি ও সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান রনিকে পরিণত করেছে স্লোগান শিল্পীতে। এখন যেখানেই যান, পুরনো পরিচয় ছাপিয়ে তাকে সবাই স্লোগান শিল্পী বলেই চিহ্নিত করে। ‘কেমন লাগে এই নতুন পরিচয়?’ আসাদুজ্জামান রনির ভাষায়, তুমি-আমি, আমি-তুমির অস্থির সময়ে শহীদ মিনারের প্রতি দিবসভিত্তিক শ্রদ্ধা কালচারের প্রতিবাদে করা একটা স্লোগান মানুষ এভাবে গ্রহণ করবে ভাবিনি।
বরাবরের মতো একটা কথা স্পষ্ট বলতে চাই- আমি শিল্পী নই। গানের ‘গ’-ও আমার জানা নেই। আমি কেবল আমার ভেতরের জমে থাকা কথাগুলো উগড়ে দিতে চেয়েছি। এটাকে গান না বলার পেছনে রনির যুক্তি- আমি গানের মানুষ নই, গানের সঙ্গে সম্পৃক্ত যারা তাদের সম্মান দিয়ে বলছি এটা গান নয়, স্লোগান। গণসংগীতও বলতে পারছি না। কারণ গণসংগীতের যে আবেদন, মানুষকে কানেক্ট করা, ‘বিদ্বেষী’ সেটা খুব একটা পারেনি। সেজন্য বিনয়ের সঙ্গে এটাকে বলছি স্লোগান, মিছিলের ভাষা, গণমানুষের ভাষা। বিদ্বেষীর পর দায়িত্ব বেড়ে গেছে আসাদুজ্জামান রনির। প্রায় আগের ফরম্যাটেই করছেন নতুন আরেকটি স্লোগান। সেই স্লোগানের কথাগুলো এমন- ‘স্লোগনে স্লোগানে ঝরছে আগুন, হবে না যুদ্ধ শেষ, পরিচয় আমার মায়ের ছেলে, মার নাম বাংলাদেশ।’ পাশাপাশি সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের আবেদন ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় একাধিক দেশের গান করছেন রনি। এদেশের মেধাবী শিল্পীদের মধ্যে যারা ইংরেজিতে গান গাইতে সাবলীল তাদের কণ্ঠে ইংরেজিতে গাওয়া দেশের এ গানগুলো শিগগিরই মুক্তি পাবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর