× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সিটি ডিজিটাল সেন্টারের বিকল্প নেই’

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সিটি ডিজিটাল সেন্টারের বিকল্প নেই। সিটি ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণ সেবা পাবে ঘরে বসে। স্বপ্ন পূরণে ডিজিটাল এই সেবা গড়ার লক্ষ্যে তথ্য ও সমস্ত সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন পৌঁছে যাবে আপনার দরজায়। তিনি গতকাল সিলেট জেলা পরিষদ হল রুমে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে ‘নগর ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ’ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একসেস টু আই ইনফরমেশন (এটুআই)’র সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এজেড নূরুল হক। সিসিকের কর্মকর্তা চন্দন দাসের পরিচালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সরকারি বা বেসরকারি সেবা গ্রহণের জন্য সময় বা অর্থ অপচয় হবে না নগরবাসীর। তিনি বলেন, সরকারি এই সেবা আগামী এক সপ্তাহের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডে স্থাপন করে নগরবাসীর সেবা প্রদান করা হবে। এক্ষেত্রে সিটি করপোরেশন সব সাপোর্ট প্রদান করবে জানিয়ে সিসিক মেয়র বলেন, আমি নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন পৌঁছে দিতে দিন-রাত কাজ করে যাচ্ছি।
নগরবাসীর সার্বিক উন্নয়ন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি বলেই নগরীর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। মেয়র বলেন, ইতিমধ্যে নগরীর রাস্তা-ঘাট সম্প্রসারণ, নতুন রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, যানজট সমস্যার সমাধান, পানীয় জলের সংকট দূর হয়েছে। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রতিটি ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় আসছে। ইতিমধ্যে নগরীর প্রধান প্রধান রাস্তায় এলইডি বাতি স্থাপন করা হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী এজেড নূরুল হক বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে ইউনিয়ন, পৌর ও সিটি ডিজিটাল সেন্টার অগ্রণী ভূমিকা পালন করছে। কর্মশালায় সিসিকের সচিব বদরুল হক বলেন, সিসিকে সিটি ডিজিটাল সেন্টার প্রক্রিয়াটি বেশ কয়েক বছর আগে থেকে নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে, এটির বাস্তবায়ন করতে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ডিজিটাল সেন্টার প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে জনগণ প্রতারণা বা হয়রানি থেকে মুক্তি পাবে। সেবাখাতগুলো যত দ্রুত ডিজিটালাইজেশন হবে, তত বেশি মানুষ অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্তি পাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, রাজিক মিয়া, একসেস টু আর পরিচালক পারভেজ হাসান, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান।

সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

এদিকে সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদল হাসান। এদিকে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকের সাগাইনে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর