× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বান্দরবানে সাতটি উন্নয়ন কাজের উদ্বোধন

বাংলারজমিন

বান্দরবান প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

বান্দরবানে সাতটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অথ্যায়নে ২ কোটি ৯ লাখ টাকা কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান প্রকল্প বাস্তবায়ক কর্মকতা আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আবু বিন ইয়াছিন আরাফাত, বান্দরবান শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, ফারুক পাড়া কারবারী খারসিম বমসহ গ্যাজমনি পাড়া ও ফারুকপাড়ার বাসিন্দারা। উদ্বোধন শেষে ফারুখপাড়ায় দ্বিতল কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে পাহাড়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে। পার্বত্য এলাকার প্রত্যেক পাড়া ও গ্রামে এখন স্কুল-কলেজ, মন্দির মসজিদ ও গীর্জা নির্মাণ হচ্ছে। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তিচুক্তির ফলে পার্বত্য এলাকায় আজ শান্তি স্থাপিত হয়েছে আর পার্বত্য এলাকার জনসাধারণ সুখে শান্তিতে বসবাস করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান প্রকল্প বাস্তবায়ক কর্মকতা আবদুল আজিজ জানান, উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে- সদর উপজেলার গ্যাজমনি পাড়া (বম পাড়া) কমিউনিটি সেন্টার, গ্যাজমনি পাড়া বাজার শেড, গ্যাজমনি পাড়ার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ এবং লাইমী পাড়ায় আর.সি.সি রাস্তা নির্মাণ ও লাইমী পাড়া কমিউনিটি সেন্টার এবং ফারুখ পাড়ায় দ্বিতল কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর