× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহে যুদ্ধাপরাধের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

 ময়মনসিংহে যুদ্ধাপরাধের অভিযোগে স্থানীয় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম’সহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলী আদালতে সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা মেশর উদ্দিন মন্ডল(৮৫) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৬৮), সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফকির (৭২), মোহাম্মদ আলী (৬০), আইয়ুব আলী (৫৯) ও মো: ইসমাইল হোসেন(৫৮)।  

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালে রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। এবং ১৯৭১ সালের ১১ই নভেম্বর বিকেলে রফিকুল ইসলামের নেতৃত্বে আসামীরা স্থানীয় নূরুল ইসলামকে ধরে নিয়ে মাহাবুবুর রহমান ফকিরের বাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে গলা কেটে করে হত্যা করে বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। একই সঙ্গে তারা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা করে ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে স্বাধীনতার পক্ষের মানুষদের ধরে এনে হত্য করে গণকবর দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হলেও ওইসব রাজাকারদের মাঝে কোন পরিবর্তন আসেনি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর