× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী ‘হেট ক্রাইম’ বেড়েছে

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বিরুদ্ধে ‘হেট ক্রাইম’ বা ঘৃণাপ্রসূত অপরাধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।  ২০১৭ সালে দেশটিজুড়ে মুসলিমদের বিরুদ্ধে ৩০০টি ‘হেট ক্রাইম’ হয়েছে বলে জানিয়েছে দেশটির সবচেয়ে বড় মুসলিম সিভিল রাইটস ও অ্যাডভোকেসি সংগঠন। ২০১৬ সালের চেয়ে এ ধরনের অপরাধের হার বেড়েছে ১৫ শতাংশ। ২০১৬ সালে মুসলিমবিরোধী হেট ক্রাইমের সংখ্যা ছিল ২৬০টি। এ নিয়ে পরপর দুই বছরের মতো মুসলমানদের বিরুদ্ধে হেট ক্রাইম বৃদ্ধি পেয়েছে। ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেসন্স’ বা সিএআইআর এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে বলা হয়, ২০১৬ সালে ২০১৫ সালের তুলনায় ৪৪ শতাংশ বেশি হেট ক্রাইম হয়েছিল। অবশ্য এফবিআই-এর হিসেবে ২০১৬ সালে মুসলমানদের বিরুদ্ধে হেট ক্রাইমের সংখ্যা ছিল ৩০৭।  সিএআইআর এর হিসেবের চেয়ে সংখ্যাটি বেশি। বর্তমান সরকারের নীতি ও মুসলমানদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষার ব্যবহার মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ানোর জন্য অন্যতম দায়ী বলে মনে করছে সিএআইআর।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর