× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সশস্ত্র বাহিনী বিভাগের সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রেক্ষাপটে সরকারি, সামরিক, অসামরিক ও আন্তঃবাহিনী সংস্থা সমূহে ব্যক্তিপর্যায়ে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধিতে সাইবার সিকিউরিটি এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে সাইবার বিশেষজ্ঞ প্রবাসী আজাদুল হক সেমিনারের নেতৃত্ব দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- সঠিক এবং কার্যকর সাইবার সিকিউরিটি, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পদ্ধতি/ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ নেটওয়ার্ক, তথ্যপ্রযুক্তি এবং ডাটা, সাইবার আক্রমণের অযাচিত অপব্যবহার থেকে রক্ষা করতে পারে। সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে উক্ত সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ এবং বিমানবাহিনীসহ বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থা সমূহের পদস্থ সামরিক অসামরিক কর্মকর্তারা অংশ নেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর