× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনো হস্তক্ষেপ করে না

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। গতকাল বিকালে দুইদিনের ভারত সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন   তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক দল। আমরা আজ আছি, কাল না-ও থাকতে পারি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই।
আমরা আশাও করি না। এসব ব্যাপার আমরাই ঠিক করবো। তিনি বলেন, বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ করবে আমরা তা আশা করি না। আর ভারত অতীতেও আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। আমাদের সঙ্গে তাদের অনেক নেতার কথা হয়েছে। তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা ও আলোচনা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজ দেশের স্বার্থে আমরা যেকোনো দেশের সঙ্গে সুসম্পর্ক করতে পারি। আমাদের বিজেপি আমন্ত্রণ জানিয়েছে। আমরা ভারতের নেতাদের সঙ্গে সিরিয়াসলি আলাপ আলোচনা করেছি। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে। আমরা সব ইস্যুগুলোর ওপর কথা বলেছি। সেগুলোর মধ্যে সীমান্ত চুক্তির জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন তারা। এই দুজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি তিস্তা চুক্তিও হবে। আমাদের পানির জন্য যে হাহাকার আছে তা উপস্থাপন করেছি। এই চুক্তি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। ওবায়দুল কাদের বলেন, আমরা দু-একদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করবো। কারণ তথ্য যদি না দেই তাহলে এটা শুভ নয়। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা সফর সংক্রান্ত কিছু গোপন করতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সবকিছু প্রকাশ করবো। যেন কোনো গুজব না ছড়ায়। এসময় তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিনদিন আমি দেশের বাইরে ছিলাম। তাই ভালো করে না জেনে এখনই কিছু বলতে পারবো না। আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন। এর আগে মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজ-এর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধিদল। ভারত সফর শেষে দেশে ফেরা প্রতিনিধি দলটিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে স্বাগত জানানো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর