× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো টি-টোয়েন্টির অধিনায়ক সালমা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮শে এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে নারী সালমা খাতুনকে। তবে ওয়ানডেতে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন লেগস্পিন অলরাউন্ডার রুমানা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সালমাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষদিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি- টোয়েন্টির নেতৃত্বও পান তিনি। অবশেষে দুই বছর পর আবারো নেতৃত্ব ফিরে পেলেন সালমা।
দুই ফরমেটে দু’জনকে অধিনায়ক করা হলেও দলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি।
এদিকে ঘোষিত ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা। তবে দুই বছর পর দলে ফিরেছেন অফস্পিন অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস। বর্তমানে সিলেটে চলছে নারী দলের প্রস্তুতি ক্যাম্প। সেখান থেকে ফিরে ২৮শে এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী ক্রিকেট দলের দ. আফ্রিকা সফর সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২ মে প্রস্তুতি ম্যাচ পচেফস্ট্রুম
৪ মে প্রথম ওয়ানডে পচেফস্ট্রুম
৬ মে দ্বিতীয় ওয়ানডে পচেফস্ট্রুম
৯ মে তৃতীয় ওয়ানডে কিম্বারলি
১১ মে চতুর্থ ওয়ানডে কিম্বারলি
১৪ মে পঞ্চম ওয়ানডে ব্লুমফন্টেইন
১৭ মে প্রথম টি-টোয়েন্টি ডায়মন্ড ওভাল
১৯ মে দ্বিতীয় টি-টোয়েন্টি মানাঙ্গো ওভাল
২০ মে তৃতীয় টি-টোয়েন্টি মানাঙ্গো ওভাল
বাংলাদেশ নারী দল
রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টোয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর