× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহজাদপুরে শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)’র উরস আগামীকাল

বাংলারজমিন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

আগামীকাল ২৭শে এপ্রিল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের চুনিয়াখালীপাড়া মহল্লাস্থ হযরত শাহ আজমত উল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণে জগৎ বরেণ্য মহান অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.)’র অপর সহযোদ্ধা হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)’র (স্থানীয়ভাবে আযীম পীর নামে পরিচিত) বাৎসরিক উরস  শরীফ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই মাজার শরীফ প্রাঙ্গণে ইসলামি নিশান (ঝান্ডা) ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত বাৎসরিক উরসের সূচনা ঘটবে। মাজার শরীফ ও উরস শরীফ এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার দিনভর উরস উপলক্ষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ আছর থেকে হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)’র মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি মো. এমদাদুল হক দাদুলের সভাপতিত্বে এবং খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক পীর ছাহেব) এর পরিচালনায় অনুষ্ঠেয় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমিষ্ট বক্তা আলহাজ হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙালি ছাহেব-কুষ্টিয়া। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন, চাটমোহর উপজেলার লাঙ্গলমারা এলাকার বক্তা হাফেজ কারি মাওলানা মো. সায়াদ উদ্দিন শাহীন ছাহেব, বেড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা মো. সাইফুল ইসলাম ছাহেব, শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ কারি মাওলানা মো. আলী আকবার ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। উক্ত উরস শরীফে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসেবে শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মিয়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আলী আযম বাবর, নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকতের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই উরস শরীফ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠেয়  হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.) ওরফে আযীম পীরের বাৎসরিক উরসে দলে দলে উপস্থিত হয়ে উরস সাফল্যম-িত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে উরস এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ।


উল্লেখ্য, ইয়ামেনের শাসনকর্তা মোয়াজ-ইব্নে জাবাল এর বংশধর হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) সুদূর ইয়ামেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১২৯২-৯৬ইং সালের মধ্যে নিজ দেশ ত্যাগ করেন। সঙ্গে ছিলেন তাঁর তিন ভাগ্নে খাজা কালীন দানিশ মন্দ (রহ.), খাজা নূর (রহ.), খাজা আনওয়ার (রহ.), তাদের মাতা (মখদুম শাহদৌলা (রহ.) এর ভগ্নি), ১২ জন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচরবৃন্দ। তাঁরা সবাই ৭টি মতান্তরে ৪০টি জাহাজ যোগে নদীপথে রওনা হয়ে বোখারায় পৌঁছে তথাকার সাধক সুফী জালালউদ্দিন বোখারী (রহ:) এর সঙ্গে সাক্ষাৎ করে কিছু সময় অতিবাহিত করে বাংলার এই অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এবং শেষ ধর্মযুদ্ধে শহিদ হন। হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর সঙ্গে সহযোদ্ধা হিসেবে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে শাহজাদপুরে এসেছিলেন হযরত শাহ্ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)। পরবর্তীতে স্থানীয়ভাবে তিনি আযীম পীর হিসেবে বিশেষভাবে পরিচিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর