× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উন্নয়নের বিলবোর্ড টাঙানো নিয়ে কালিহাতীতে উত্তেজনা

বাংলারজমিন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০১৮, বুধবার

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী মোড়ে এমপি সোহেল হাজারীর সৌজন্যে এলেঙ্গা-জামালপুর সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালিহাতীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিলবোর্ড টাঙানো নিয়ে এমপি সমর্থিত ও চেয়ারম্যান সমর্থিতদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। উভয়পক্ষের মধ্যে বিলবোর্ড টাঙানো ও নামানো নিয়ে উত্তেজনা বিরাজ করে। মঙ্গলবার দুপুরে এমপি সমর্থিতরা বিলবোর্ডটি টাঙানোর সময় উপজেলার চেয়াম্যান উপস্থিত থেকে বিলবোর্ডটি খুলে ফেলেন। পরবর্তীতে বিকালে এমপি সমর্থিতরা ওই বিলবোর্ডটি টাঙায়। এ সময় চেয়ারম্যানের সমর্থিতরা জানতে পেরে বিলবোর্ড খোলা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথাকাটির সৃষ্টি হয়। দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
এ বিষয়ে এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত টাঙানো ব্যানার যারা খুলে ফেলতে পারে তারা আওয়ামী লীগার হতে পারে না। তারা কারা, কালিহাতীবাসী জানতে চায়।
তাদের বিচার হওয়া উচিত।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমার ব্যানার টাঙানো বিলবোর্ডে একটু ছিঁড়ে যায় সেটাকে এমপি সমর্থিত লোকজন তার ব্যানার টাঙানোর জন্য ইচ্ছাকৃতভাবে অনেকটুকু ছিঁড়ে এমপির ব্যানার টাঙানোর চেষ্টা করে। আমি বিলবোর্ডটি না লাগানোর জন্য অনুরোধ করলে তখন তারা লাগায়নি। পরবর্তীতে আমি চলে আসলে আমার ব্যানারের ওপর দিয়ে এমপির ব্যানার লাগানো হয়।
কালিহাতী থানা ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, উপজেলা চেয়ারম্যানের আগে থেকেই ছিঁড়ে যাওয়ার বিলবোর্ডে এমপির সৌজন্যে এলেঙ্গা-জামালপুর সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছার বিলবোর্ড টাঙানো নিয়ে এমপির সমর্থিত লোকজন ও চেয়ারম্যানের সমর্থিত লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। টাঙ্গাইল পুলিশ সুপারকে বিষয়টি জানানো হলে তিনি সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে ব্যানার না টাঙানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর